বিনোদন

‘অভিনয় জগৎটা সহজ নয়’

নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের যুবক অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবে, এমন প্রশ্রয় এখনও কোনও অভিভাবক দিতে সাহস করেন না। তাই গড়পড়তা বাঙালি যুবকের বুকের মধ্যেই স্বপ্নটা ‘স্লিপিং মোডে’ থেকে যায় আজীবন। গৌরব রায়চৌধুরিরও একই দশা হতে পারত। অভিনেতার বড় হওয়া আর্থিক স্বাচ্ছন্দের মধ্যে নয়। বাবার ছিল প্রিন্টিং ইউনিট। তাঁকে সাহায্য করার জন্য মাধ্যমিকের পর থেকেই ব্যাবসার কাজ শুরু করেছিলেন গৌরব। ‘অর্থ রোজগারের জন্য কী না করেছি আমি। ক্যাটারিং-এ খাবার পরিবেশন করেছি। বাবার গোডাউনে বসে স্ট্যাম্প মেরেছি। স্ক্রিন প্রিন্ট করেছি। সঙ্গে থিয়েটারটা ছিলই। ভালোবাসাটা যে পেশা হয়ে যাবে ভাবিনি কোনও দিন। ঠিক করে দিলেন উপরওয়ালা ও দর্শক’, বলতে বলতে চোয়াল শক্ত হয়ে যাচ্ছিল জি বাংলার চলতি ধারাবাহিক ‘পুবের ময়না’র হিরো রোদ্দুরের। 
‘দর্জি পাড়ার মর্জিনা’তে অভিনয় করার সময় ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়ার যোগ্যতা অর্জন করেন গৌরব। ‘এনএসডি’ ক্লাসরুম থেকে জীবনের রুটম্যাপটা দিল্লি কিংবা মুম্বইয়ের বৃহত্তর দুনিয়ার সড়কে মিশে যেতেই পারত। গৌরব কিন্তু হাওড়ার ট্রেনই ধরেছিলেন। ‘স্রেফ আর্থিক দিকটার জন্য কলকাতায় ফিরেছিলাম।’ ভারতলক্ষ্মী স্টুডিওর খোলা চত্বরের দিকে তাকিয়ে গৌরব বলে চলেন, ‘একটা বাস্তব জিনিস বরাবরের জন্য বুঝে  নিয়েছিলাম, এই অভিনয় জগৎটা অত সহজ নয়। মনকে বলেছিলাম, এই মুহূর্তে যেটা পাচ্ছ, মন দিয়ে সেটা শেখার চেষ্টা কর। যতদিন থিয়েটারটা করেছি, মন দিয়ে করেছি। বুঝেছিলাম, যাই করি না কেন, অর্থ চাই।’
সিরিয়ালের সংসারে এক যুগ কাটিয়ে দেবার পরও সিনেমায় এখনও পা রাখতে চাইছেন না সুদর্শন অভিনেতা। তাঁর যুক্তি, ‘সিনেমায় হিরো হওয়ার মতো আর্থিক ব্যাকআপ এখনও আমার তৈরি হয়নি। সিনেমায় কাজ শুরু করলে এদিকে আমায় সব ছাড়তে হবে।’ আত্মবিশ্বাসী গৌরবের দাবি, ‘অভিনয় জগৎটা অনিশ্চিত হলেও কাজ শিখে নিতে পারলে, সময়ের সঙ্গে দ্রুত নিজেকে সম্মৃদ্ধ করে ফেলতে পারলে কেউ আটকাতে পারবে না।’ 
প্রিয়ব্রত দত্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা