বিনোদন

সাঙ্গীতিক যুগলবন্দির ৪০ বছর

বন্ধুত্ব। তার তো নানা প্রকারভেদ হয়। সঙ্গীতকে স্পর্শ করে যে বন্ধুরা কাটিয়ে দেন প্রজন্মের পর প্রজন্ম, যে বন্ধুদের সম্পর্ক পাকা হয় বাজনার বোলে, তাঁদের অন্যতম হলেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং পণ্ডিত বিক্রম ঘোষ। সাঙ্গীতিক যুগলবন্দির ৪০ বছর পূর্ণ করলেন দুই শিল্পী। দীর্ঘ পথচলায় নানা মুহূর্ত এসেছে। সে যাত্রায় মিশেছে হর্ষ ও বিষাদ। তারই সেলিব্রেশন আসন্ন। জি ডি বিড়লা সভাঘরে শাস্ত্রীয় সঙ্গীতের অভিনব সন্ধ্যা ‘আল্টিমেট ডুয়ো’ শীর্ষক অনুষ্ঠান বন্ধুত্বের রঙিন রামধনুর গল্প বলবে। যেখানে সরোদের মূর্ছনার সঙ্গে মিশবে তবলার ছন্দময় গতি। 
রিলসের জনপ্রিয়তার যুগে শাস্ত্রীয় সঙ্গীতের আসর কতটা চ্যালেঞ্জিং? তেজেন্দ্রনারায়ণের কথায়, ‘রিলসের জন্য ভাবনাচিন্তা বদলেছে ঠিকই। কিন্তু টি-টোয়েন্টির যুগেও তো টেস্ট ম্যাচ হচ্ছে। আজও শ্রোতাদের খিদেটা রয়েছে। এক ঘণ্টার অনুষ্ঠান শেষে একের পর এক অনুরোধ আসতে থাকে।’ গতির যুগে জীবনের স্বাদ আস্বাদন কি সম্ভব হয়? বিক্রম বুঝিয়ে বললেন, ‘ছোটবেলায় দিল্লি ট্রেনে যেতাম। প্রত্যেক স্টেশনের পর দেখতাম কীভাবে মানুষ, প্রকৃতি বদলে যাচ্ছে। কিন্তু আজকের বিমানযাত্রা সেই অভিজ্ঞতা থেকে আমাদের বঞ্চিত করে। শ্রোতাদের সেই অভিজ্ঞতার স্বাদ দেওয়ার লক্ষ্যেই এই ভাবনা।’ 
বিশ্বায়নের যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে অস্বীকার করার কোনও উপায় নেই। শাস্ত্রীয় সঙ্গীত প্রচারের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে, তা স্বীকার করলেন তেজেন্দ্রনারায়ণ। তিনি বলেন, ‘ইউটিউবের সাহায্যে এখন অনেক দুষ্প্রাপ্য অনুষ্ঠান শোনার সুযোগ হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে সহজেই নিজেদের সৃষ্টি বিশ্বের কাছে তুলে ধরতে পারছেন নতুন শিল্পীরা। আমাদের সময় এই সুযোগটা ছিল না। কিন্তু হাজার হাজার শিল্পীর এই ভিড়ে নিজেকে টিকিয়ে রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ।’ 
দুই শিল্পীর শুরুটা হয়েছিল ১৯৮৪ সালে। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ৪০ বছর। শুরুর দিনগুলোর গল্প শোনালেন বিক্রম, ‘১৯৮৪ সালে সেন্ট জেভিয়ার্স কলেজে আমরা একসঙ্গে প্রথম অনুষ্ঠান করি। সময়ের সঙ্গে সঙ্গে একে অপরকে বুঝতে শিখেছি। তাই দীর্ঘদিন পরও একসঙ্গে অনুষ্ঠান করলে সমস্যা হয় না।’ বর্তমানে নবীন প্রজন্মের বহু শিল্পী সফলভাবে গানবাজনা করছেন। এই সাফল্য ধরে রাখার উপায় কী? বিক্রমের কথায়, ‘ভালোবাসার জিনিসের প্রতি নিষ্ঠা থাকলে সাফল্য আসবেই। ঠিকমতো তালিম নিতে হবে। নিয়মিত রেওয়াজ করে যেতে হবে। কোভিডের পর মানুষ হলে গিয়ে অনুষ্ঠান শুনতে চাইছেন। তাই নিজের সেরাটা তুলে ধরার সুযোগও অনেক বেশি।’ দীর্ঘদিনের বন্ধুর কথার রেশ ধরেই তেজেন্দ্রনারায়ণের বত্তব্য, ‘প্রবীণ শিল্পীদের থেকে অনুপ্রাণিত হয়ে নবীনরাও ভালো কাজ করছেন। তবে শুধু সাফল্যটা দেখলে চলবে না। দীর্ঘদিন এই অক্লান্ত পরিশ্রমের কথাও মনে রাখতে হবে।’ 
নবীন প্রজন্মের প্রতি দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তেজেন্দ্রনারায়ণ বললেন, ‘পরবর্তী প্রজন্ম ঐতিহ্য বহন করে এগিয়ে নিয়ে যাবে। তাই শিষ্য তৈরি করা খুব জরুরি।’
সায়নদীপ ঘোষ
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা