বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

টেলিভিশন এখন ক্রীতদাস চায়: চন্দন

 ব্যক্তি চন্দন সেনের কাছে ‘মানিকবাবু’ কেমন?
মানিকবাবু এমন একজন যিনি অনুচ্চারিত সংলাপ যথেষ্ট ভালো শোনাতে পারেন এবং দেখাতে পারেন। চিত্রনাট্যের মধ্যেই মানিকবাবু ছিলেন। আমাকে আলাদা করে মানিকবাবু হতে হয়নি। 
 মুখ্য ভূমিকায় আপনাকেই পরিচালক বেছে নিলেন কেন? 
পরিচালক যত না অভিনেতা খুঁজছিলেন, তার চেয়ে বেশি একজন মানুষের সন্ধান করেছিলেন। ওঁর মনে হয়েছে আমিই সেই লোক। 
 চিত্রনাট্য নাকি মুখ্য ভূমিকায় অভিনয়, কীসের জন্য রাজি হয়েছিলেন?
চিত্রনাট্য প্রথম পড়ে অবাক হয়েছিলাম। এ ভাবনা কে ভেবেছে? অভিনন্দন (পরিচালক) যখন স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিল, মনে হল একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বলছে ‘পারবে?’ 
 আন্তর্জাতিক সম্মান দিয়েছে এই ছবি। বাংলার পরিচালকরা আপনাকে এক্সপ্লোর করেননি, এমনটা মনে হয়?
আমি তো তাঁদের ঘাড়ে উঠে বলতে পারি না, আমায় নিন। ‘বাড়িওয়ালি’তে ঋতু (ঋতুপর্ণ ঘোষ) আমায় নিতে চায়নি। রবিরঞ্জন মৈত্র এবং সুদেষ্ণা রায় জোর করায় আমায় নেওয়া হয়। রিনাদি (অপর্ণা সেন) ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’-এ সুযোগ দেন। কিন্তু পরে তাঁরা আর আমায় ছবিতে নেননি।
 কেন নেননি বলে মনে হয়?
আমার মতো দেখতে লোকের হয়তো দরকার পড়েনি। হয়তো ভেবেছেন আমার দ্বারা হবে না। 
 আক্ষেপ হয়?
না না। সিনেমায় তো দেখার একটা জরুরি জায়গা থাকে। আমার মতো খারাপ দেখতে মানুষকে দর্শক কেন গ্রহণ করবেন? তবে হ্যাঁ, এখানে বলে রাখা ভালো অঞ্জন দত্তের কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি আমায় তাঁর সাতটা ছবিতে সাত রকমের চরিত্রে অভিনয় করতে দিয়েছেন। এরপর বলব প্রভাত রায়ের কথা। ধারাবাহিকে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় আমায় আশ্বাস দিয়েছিলেন আমি বাতিল নই। 
 আর কোনও অভিনেতাকে পাশে পেয়েছিলেন?
‘রিফিউজি’ ছবিতে কাজ করার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলাম, ‘আমায় নেয় না কেন?’ সহজ উত্তরে বলেছিলেন, ‘তোর যা রেপুটেশন, তুই কি আমার ডেট অনুযায়ী থিয়েটারের ডেট কম্প্রোমাইজ করবি?’ আমি বলেছিলাম, ‘না’। উনি বলেছিলেন, ‘চারটেয় শো আছে বলে তোকে প্রভাত রায়ের সেট ছেড়ে বেরিয়ে যেতে দেখেছি। গোটা ইন্ডাস্ট্রি জানে থিয়েটার নিয়ে তুই কম্প্রোমাইজ করিস না। তোকে কেন নেবে বলতো!’
 আপনি কী বললেন তখন?
মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, ঠিকই তো। পরে ভাবলাম, আমি তো বিক্রয়যোগ্য পণ্য। তবে টেলিভিশনে এখন ক্রীতদাস চাওয়া হয়। আমরা দাসত্ব স্বীকার করে নিয়েছি। দিনমজুর হয়েও এক মাস পরে কপাল ভালো থাকলে টাকা পেতে পারি। প্রযোজকরা তো আরও একটা ফন্দি বের করেছেন। ইচ্ছে করে চেক ভুল করে বাউন্স করান। যাতে কিছুদিন দেরি করে পারিশ্রমিক দেওয়া যায়। এই দাসত্ব স্বীকার না করলে ডাল ভাত খেয়েই কাটিয়ে দিতে হবে, বিরিয়ানি খাওয়া হবে না। 
 আপনার জীবনের ‘মেঘ’ কে? যাকে নিজের সবটা বলে দিতে কোনও দ্বিধা থাকে না?
মা। আমার মেঘ, আমার বেঁচে থাকা। এখন আমি যে জায়গায়, সবটা মায়ের কারণে। সব চেয়ে যন্ত্রণার বিষয় মা আজকের দিনটা দেখে যেতে পারেননি। এই ছবির শ্যুটিংয়ের কথা শুনেছিলেন কিন্তু আন্তর্জাতিক সম্মান পাওয়ার খবরটা উনি জানতে পারলেন না।
শুভম সেনগুপ্ত
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা