বিনোদন

ভালো চরিত্রের স্বপ্ন

৫১ বছরের অভিনয় জীবন। ১৯৭২-এর ৩১ ডিসেম্বর প্রথম শ্যুটিং করতে গিয়েছিলেন তিনি। আজও ফ্লোরে সমান এনার্জি তাঁর। তিনি সোমা দে। ছোট থেকেই গান ছিল তাঁর প্রাণ। খানিক অভিমান করেই একসময় গানের হাত ছাড়েন। পাকেচক্রে অভিনয় শুরু। সেটাই হয়ে উঠল তাঁর আজীবনের পেশা। 
স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে এখন সোমাকে দেখছেন দর্শক। জি বাংলার ‘জগদ্ধাত্রী’তেও তাঁর কাজ বহুল প্রশংসিত। হেসে বলছিলেন, ‘কিছুদিন আগে আদ্যাপীঠের মন্দিরে গিয়েছিলাম। ঢুকতেই পারছি না। লোক ঘিরে ধরেছিল গেট থেকেই।’ দীর্ঘ অভিজ্ঞতায় নানা বদল দেখেছেন তিনি। ইদানীং ধারাবাহিকের চলতি গল্প নিয়ে খানিক ভিন্ন মত পোষণ করলেন। ‘সাহিত্য নির্ভর গল্প নিয়ে এখন আর কাজ হয় না। অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, এখন সিরিয়ালে যা হয় সবই যেন এক ধরনের গল্প। একটা মারামারি, একটা পরকীয়া, সংসারে নানারকম কূটকচালি থাকবে। এই ফর্মুলার বাইরে কেউ যেতে পারছেন না। একটু অন্য গল্প চাই। একটু অন্যভাবে কেউ ভাবছে না কেন, সেটাও তো আশ্চর্য লাগছে। ফলে আমার মনে হয় আমরা ঠিক এগচ্ছি না, বরং পিছিয়ে পড়ছি’, অকপট বর্ষীয়ান অভিনেত্রী। তবে দর্শকের কথা ভেবেই ধারাবাহিক তৈরি করেন নির্মাতারা। ফলে দর্শকের দেখার ধরন যে বদলেছে, তাও স্বীকার করে নিলেন তিনি।
মাঝে কয়েক বছর টেলিভিশনের কাজ ছেড়ে দিয়েছিলেন সোমা। তাঁর ফেরা প্রযোজক, পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে। সোমা বললেন, ‘তখন সারা রাত শ্যুটিং হতো। আমি সেটাতে রাজি ছিলাম না। দু’বছর কোনও কাজ করিনি। তারপর স্নেহাশিস বাবুর সঙ্গে কাজ করলাম। ‘যমুনা ঢাকি’ দিয়ে আবার শুরু। খুব সুন্দর চরিত্র। এখনও দর্শক বলেন।’
নতুন প্রজন্মের কোনও কোনও অভিনেতা শট দেওয়ার সময় আলোচনা করে নেন। কারও নাকি আবার নাকউঁচু। কিন্তু সেসবের মধ্যেও মানিয়ে নিয়েছেন সোমা। নতুনদের জন্য তাঁর পরামর্শ, ‘নতুনদের বলব, আগে অভিনয়টা শেখ। গাড়ি, বাড়ি নিজে থেকেই হবে। ওটার জন্য কষ্ট করতে হবে না।’ আজও স্বপ্ন দেখেন সোমা। কী স্বপ্ন? স্মিত হেসে জবাব দিলেন, ‘ভালো চরিত্রের স্বপ্ন দেখি। যা দর্শক মনে রাখবে। আমার কেরিয়ারে অন্যতম ভালো কাজ ‘রানি রাসমণি’র চরিত্র। যা নিয়ে লোকে আজও প্রশংসা করে। কাজটা করেও খুব ভালো লেগেছিল। মনে রাখার মতো কাজ করতে চাই।’
স্বরলিপি ভট্টাচার্য
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা