বিনোদন

প্রচারে বিশৃঙ্খলা

• অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’র প্রচারের মাঝে ভয়ঙ্কর বিশৃঙ্খলার তৈরি হল লখনউয়ে। ছবি তৈরির পাশাপাশি প্রচারেও সমান জোর দেন নির্মাতারা। বিভিন্ন জায়গায় ঘুরে, অভিনব প্রচার করাটাই হয়ে উঠেছে বলিউডের সাম্প্রতিক ট্রেন্ড। কোন ছবি কত আগে প্রচার শুরু করতে পারে, তার জন্যও চলছে লড়াই। চলতি বছর ঈদে মুক্তি পাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’। তবে এখন থেকেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন দুই নায়ক। সব ধরনের দর্শকদের কাছে পৌঁছানোই তাঁদের মূল লক্ষ্য। সম্প্রতি তাঁরা গিয়েছিলেন লখনউতে। সেখানেই প্রচার সারেন দু’জন। তবে এই প্রচারে অভিনবত্ব ছিল। দর্শকদের মোহিত করতে লাইভ স্টান্ট করেছেন অক্ষয় ও টাইগার। অসংখ্য ভক্তের ভিড়ে লখনউয়ের ক্লক টাওয়ার ময়দানের মিনার থেকে দড়িতে ঝুলে এরিয়াল স্টান্ট দেখিয়েছেন অভিনেতারা। প্রচারের মাঝে এমন ঝুঁকিপূর্ণ কাজ করায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখেও পড়েছেন তাঁরা। যদিও প্রচার অনুষ্ঠানে অনুরাগীদের উৎসাহ কম ছিল না। দুই অভিনেতাকে দেখতে তুমুল ভিড় জমিয়েছিলেন তাঁরা। প্রায় হাজারে বেশি দর্শক সমাগম হয়েছিল বলে জানা গিয়েছে। তবে কিছুক্ষণ পরই দুই অভিনেতাকে ঘিরে চরম বিশৃঙ্খলা শুরু হয়। ভিড়ে শুরু হয় ঠেলাঠেলি। পাথর ছোড়াছুড়ি, জুতো দেখানো— খণ্ডযুদ্ধের আকার নেয় অনুষ্ঠান ক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় পুলিসকে। লাঠিচার্জ করেন আধিকারিকরা। নিরাপত্তার কারণে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় অক্ষয় ও টাইগারকে। বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানও। 
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা