বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

‘নেগেটিভ’

• এই গল্প বিশ্বকর্মার। সে একজন ফটোগ্রাফার ও শিল্পী। কিন্তু তার নান্দনিক বোধ চারপাশের কেউ বুঝতে পারে না। সকলেরই মনে হয় সে খুব খারাপ ছবি তোলে। তার কাজ জোটে না। জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বায়না। অর্থকষ্ট সামলেও কারখানায় কাজ করে সংসার টানে বিশ্বকর্মার স্ত্রী মালা। প্রবল টানাটানির মধ্যেও কোথাও তার স্বামীর প্রতি মমত্ববোধ কাজ করে। কিন্তু বিশ্বকর্মা নিজের মনোজগতে ক্রমশ একা হতে শুরু করে। গল্পের পটপরিবর্তনের মধ্যে দিয়ে একটা সময়ে, মালা এবং বিশ্বকর্মা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে দু’জনকেই চূড়ান্ত অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে হয়। কী সেই সিদ্ধান্ত? শান্তনু নাথের মর্মস্পর্শী লেখায়, পরিচালক বাপ্পা বুনেছেন একজন অসহায় শিল্পীর জীবনের এই ঘাত প্রতিঘাতেরই গল্প। ছবির নাম ‘নেগেটিভ’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। সদ্য শেষ হল শ্যুটিং।  
এই ছবি প্রসঙ্গে রাহুল বলেন, ‘এই ছবির গল্প লিনিয়ার স্ট্রাকচার ফলো করলেও কখনও নন-লিনিয়ার হয়ে উঠেছে। আবার কখনও থট স্পেসে চলে গিয়েছে। আর সেই স্পেসগুলোতে অভিনয় করা অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, পিতা ও পুত্র দু’টি চরিত্রেই আমি অভিনয় করেছি। সেটা ভালো লেগেছে।’ দেবলীনার কথায়, ‘গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বকর্মার সঙ্গে মালার চরিত্রের কেমিস্ট্রি। শ্যুটিং ফ্লোরে খুবই ভালো পরিবেশ ও সহ অভিনেতা পেয়েছি। তাতে কাজ করতে আরও সুবিধা হয়েছে। ছবির গানও সুন্দর।’ পরিচালক বললেন, আমরা সবাই লড়াই করছি প্রতিনিয়ত। কেউ সম্মান, কেউ বা যথার্থ সাম্মানিকের জন্য। এই লড়াই গল্পে থেমে থাকে না।’ রাহুল এবং দেবলীনা ছাড়াও শ্রীলেখা মিত্র, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব, খালেদ মেহমূদ তূর্জোর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। 
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা