বিনোদন

অভিনয় আসলে জীবনেরই চর্চা

শুক্রবার জি ফাইভে মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠি, জয়া আহসান, পার্বতী থিরুভোথু, সঞ্জনা সাংঘি অভিনীত ছবি ‘কড়ক সিং’। প্রচার-স্ক্রিনিংয়ের ব্যস্ততা সামলে মুখোমুখি পঙ্কজ ত্রিপাঠি।

 সিনেমা-সিরিজের প্রচারে সকলে বলেন, এটি একেবারেই আলাদা। সত্যিই কতটা আলাদা ‘কড়ক সিং’?
 গভীরতায় ভরপুর একটা সিনেমা। অবশ্যই তার বড় কারণ চিত্রনাট্য। প্রতিটি চরিত্রেরই একাধিক শেড রয়েছে। বিশেষ করে ফেলে আসা অতীতের মুহূর্তগুলি অসাধারণ। একটা গল্পের মধ্যেই চারটে গল্প বোনা হয়েছে। যা কিছুটা জটিলও বটে। প্রথম বার দেখলে অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে পারে। সেই উত্তরের জন্য ফের দেখতে হবে। গোয়ায় চলচ্চিত্র উৎসবে ‘কড়ক সিং’ অনেক প্রশংসা পেয়েছে।
 এই ছবি ঘিরে আপনার অনুভূতি?
 এই ধরনের সিনেমায় অভিনয় অদৃশ্য এক সুতোর উপরে হাঁটার মতো। সামান্য এদিক ওদিক হলেই পতন অনিবার্য। কিন্তু এর আকর্ষণও অমোঘ।
 এ কে শ্রীবাস্তব চরিত্রের জন্য কোনও বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন?
 ১০-১৫ দিনের ওয়ার্কশপ করেছিলাম। আসলে অভিনয়ের চর্চা হল জীবনেরই চর্চা। সবার সঙ্গে মিশি, কথা বলি—সেখান থেকেই বিভিন্ন চরিত্রের রসদ সংগ্রহ করি। এখন যে কথা বলছি, মানুষজনকে লক্ষ করছি... সবকিছুই মাথায় থেকে যাচ্ছে। পারফর্মিং আর্টের মজা এটাই।
 এই সিনেমার পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী বাঙালি। বলিউডি পরিচালকদের থেকে বাঙালি পরিচালকদের কাজের ধরন কতটা আলাদা?
 অনেকটাই। হিন্দিভাষীদের তুলনায় বাঙালি পরিচালকদের কাজে অনেক বেশি কাব্যিক ছোঁয়া থাকে। শিল্প-সাহিত্যকে দেখার দৃষ্টিভঙ্গি বাঙালিদের একেবারেই আলাদা। ধ্রুপদী সঙ্গীতের ব্যবহার থাকে। এসবের পিছনে রয়েছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য।
 আগামী তিন বছরে কাজের ক্ষেত্রে কি একটাও দিন ফাঁকা রয়েছে?
 প্রায় পুরোটাই ভর্তি। এরপর আসছে ‘ম্যায় অটল হুঁ’। তারপর ‘মার্ডার মুবারক’, ‘মির্জাপুর’, ‘গুলকন্দা টেলস্‌’, ‘মেট্রো ইন দিনো’, ‘স্ত্রী-২’...(হাসি)।
 আপনি নাকি লালুপ্রসাদ যাদবের বায়োপিকও করছেন?
 (স্মিত হেসে) এটা আমিও শুনেছি। কিন্তু সত্যি বলতে আমার কাছে এ নিয়ে কোনও খবর নেই।
 দর্শক আপনাকে কেন ভালোবাসেন বলে মনে হয়? 
 মানুষ আমার চরিত্রগুলোকে নিজেদের সঙ্গে মেলাতে পারেন। দেখা হোক বা কথা বলা—আমার সবটাই আম জনতার মতো। আর একটা বিষয় হল সংস্কৃতি। কোনও না কোনওভাবে দেশের নানা প্রান্তের সংস্কৃতির সঙ্গে আমি জড়িয়ে। যেমন বাংলা। আমার শ্বশুরবাড়ি এই শহরেই। প্রায় প্রতিবারই দুর্গাপুজোর সময় আসি। এখানকার মানুষজন আমাকে অত্যন্ত ভালোবাসেন। 
 কখনও তৃতীয় লিঙ্গের কোনও চরিত্রের অফার পেলে করবেন?
 কেন নয়! আমার তো ভীষণই ইচ্ছে করে। শুধু তৃতীয় লিঙ্গ নয়, পুরুষ ব্যতীত অন্য যে কোনও চরিত্রেই আপত্তি নেই।
 বাড়িতে স্ত্রী বা মেয়ে আপনার অভিনয়ের সমালোচনা করেন?
 মেয়ে আমার অভিনয় দেখে বাবার দৃষ্টিভঙ্গি থেকে। ফলে ও কম সমালোচনা করে। কিন্তু স্ত্রী আমার সেরা সমালোচক। 
 কলকাতায় চলচ্চিত্র উৎসব চলছে, যাবেন না?
 এবার ঠাসা প্ল্যান। একেবারেই সুযোগ হবে না। তবে আগামী বছর যাওয়ার ইচ্ছে রইল।
সুদীপ্ত রায়চৌধুরী
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
9Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা