বিনোদন

‘হাল ছেড়ো না’

কানপুর থেকে মায়ানগরী মুম্বইতে এসেছিলেন অভিনেতা হবেন বলে। সে স্বপ্ন সফল হয়েছে। ব্যতিক্রমী চরিত্রে বলিউডে এই মুহূর্তে পরিচালক, প্রযোজকদের অনায়াস পছন্দের নাম অমিত সিয়াল। সম্প্রতি ‘ইয়েলো বাস’ ছবিতে এক সন্তানহারা বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাঁর কথায়, ‘নতুন পরিবেশে, নতুন মানুষদের সঙ্গে কাজ করতে চাই বরাবর। চিত্রনাট্য দারুণ ছিল। চরিত্রগুলো খুবই শক্তিশালী।’ 
ওটিটির হাত ধরেই তাঁর পরিচিতি তৈরি হয়েছে বলে মনে করেন অভিনেতা। সে প্রসঙ্গে অমিত বলেন, ‘ওটিটি আমার ‘লাইফ সেভার’। আগে আমাকে অনেকেই চিনতেন। কিন্তু ওটিটির কারণে অনেক বেশি পরিচিতি আর ভালোবাসা পেয়েছি। আমার কাছে কমার্শিয়াল ছবির প্রস্তাব কম আসে। ভালো চরিত্রের প্রস্তাব পেলে নিশ্চয়ই কমার্শিয়াল ছবিতেও কাজ করব।’
‘জামতারা’, ‘মির্জাপুর’, ‘মহারানি’— প্রতি ক্ষেত্রেই অমিতের চরিত্র চোখে পড়েছে দর্শকের। কোন কাজটা করবেন, সেটা কীভাবে ঠিক করেন? তাঁর জবাব, ‘আমি সবার আগে ছবির গল্প দেখি। অভিনেতা হিসাবে আমি আমার চরিত্রের মাধ্যমে নিজেকে কতটা খুঁজতে পারব, সেটাও দেখি। এরপর পরিচালক কে বা সহ-অভিনেতা কারা সেটা বিবেচনা করি।’ পর্দায় চরিত্রের মতো হয়ে উঠতে খুব বেশি প্রস্তুতি নিতে পছন্দ করেন না অমিত। কেরিয়ারের শুরুতে অমিতের চোখে ছিল ভালো অভিনেতা হওয়ার স্বপ্ন। সময় বদলেছে। কিন্তু অমিতের স্বপ্ন আজও বদলায়নি। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি আরও ভালো অভিনেতা হয়ে উঠতে চাই। আরও নতুন কিছু শিখতে চাই। অন্য কোনও দিকে মন না দিয়ে নিজের কাজটা করে যেতে চাই।’ ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে এই পরিবারের অংশ হয়ে ওঠা মোটেও সহজ ছিল না। হেসে বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, যেকোনও ইন্ডাস্ট্রিতে শুরুতে প্রচুর পরিশ্রম করতে হয়, কান্না পায়, অসহায় লাগে। কিন্তু কখনও হার মানতে নেই। লড়াইয়ে টিকে থাকতে হয়। তাহলেই কাজ পাবেন। আমারও তখন কষ্ট হয়েছিল। কিন্তু সেই কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নিয়েছি।’
ফিল্মি ময়দানে এখন একঝাঁক দুরন্ত অভিনেতা। কিন্তু প্রতিযোগিতায় বিশ্বাসী নন অমিত। তাঁর কথায়, ‘এটা খেলার ময়দান নয়। তাই রেষারেষির প্রশ্ন নেই। আমরা সবাই একই পরিবারের অংশ। যে যার নিজের স্পেসে কাজ করি।’ ভবিষ্যতে পরিচালনা করতে চান অমিত। আজীবন জুড়ে থাকতে চান সিনেমার সঙ্গেই। নতুন প্রজন্মের জন্য অমিতের পরামর্শ, ‘হাল ছেড়ো না, লেগে থাকো। আমাকে ইরফান খান একবার একথা বলেছিলেন।’
দেবারতি ভট্টাচার্য, মুম্বই
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা