বিনোদন

বাড়ির পুজোর স্মৃতি এখনও টাটকা

ছোটপর্দার ‘জবা’ বা ‘পর্ণা’কে চেনেন না এমন দর্শক মেলা ভার। আর যিনি এই দুই চরিত্রের রূপদান করেছেন সেই পল্লবী শর্মা বাংলা ধারাবাহিকের সৌজন্যে এখন দর্শকের বাড়ির মেয়ে হয়ে উঠেছেন। ‘জবা’ রূপে তিনি যেমন মা দুর্গার মতো অসুরদলনী হয়ে উঠেছিলেন। তেমনই ‘পর্ণা’ রূপে একা হাতে সংসার থেকে ব্যবসা— সবটা সামলাচ্ছেন। ছোটবেলা থেকে ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়া তাঁকে বেশ খানিকটা অন্তর্মুখী স্বভাবের করে তুলেছে। পুজোয় আর পাঁচজনের মতো হুল্লোড় তাই তাঁর পছন্দ নয়। বলছিলেন, ‘টানা কাজের জন্য আমরা খুব একটা ছুটি পাই না। তার উপর নায়িকা চরিত্রে রোজ সিন থাকেই। পুজোর সময় একটু লম্বা ছুটি পাওয়া যায়। তখন পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। আসলে সারা বছর এত ছুটে বেড়াই যে পুজোর ক’টা দিন ছুটিতে মনে হয় বাড়িতেই বসে থাকি। পুজোতে আমি কখনও লাইন দিয়ে ঠাকুর দেখতে যাই না। এর অবশ্য একটা কারণও রয়েছে।’ কী সেই কারণ? প্রশ্ন করতেই বলে উঠলেন, ‘আমার কাছে ছোটবেলা থেকে পুজো মানেই বাড়ির দুর্গাপুজো। আমি ছোটবেলায় কলকাতাতে পিসির বাড়িতে থাকতাম। পিসির বাড়িতে দুর্গাপুজো হতো। সেখানেই পুজোর চারটে দিন আনন্দে কাটত। আমার কাছে পুজো মানেই মহালয়া থেকে স্কুলে যাওয়া বন্ধ। বাড়িতে পুজো। মহালয়া থেকেই উৎসব শুরু হয়ে যেত। এরপর ঠাকুর আনতে যাওয়া, কলা বউ স্নান, শ্রীবরণ, বোধন, পুজোর নানা আচার, অঞ্জলি, সন্ধিপুজো, নবমীর আরতি, বিসর্জন সবকিছুতেই অংশ নিতাম। চারটে দিন কীভাবে কেটে যেত টেরই পেতাম না। ঠাকুর দেখতে যাওয়ার কথা কখনও মনে হত না। শুধু বাড়িতে থাকা আর সকলের সঙ্গে আনন্দ করা। এটাই আমার কাছে দুর্গাপুজো। স্মৃতিগুলো আজও ভীষণ টাটকা।’ 
কাজের প্রয়োজনে বর্তমানে কলকাতাতে একাই থাকেন পল্লবী। এখন কি ছোটবেলার পুজোর সেই দিনগুলো মিস করেন? প্রশ্ন শুনে পল্লবী বললেন, ‘এখন আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছি যে কোনও কিছু মিস করার সময়ও আমাদের হাতে নেই। বাড়ির পুজোটা মিস করি না। তবে বাড়িতে থাকাটা মিস করি।’ এ বছর পুজোয় কী করছেন? ‘আলাদা কোনও পরিকল্পনা নেই। যদি সুযোগ হয় বেড়াতে যেতে পারি। আমাদের কোথাও বেড়াতে যেতে হলে এই ছুটিটাই কাজে লাগাতে হয়। তবে এখনও কিছুই ঠিক নেই’, বললেন পল্লবী।
মানসী নাথ
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা