বিনোদন

নতুন চরিত্রে মৌসুমি

প্রথম ধারাবাহিক ২০১০-এ। প্রথম ছবি ২০১১ সালে। সন্দীপ রায়ের ‘যেখানে ভূতের ভয়’। তারপরের ছবি ‘হনুমান ডট কম’। মৌসুমি ভট্টাচার্য গত ১২-১৩ বছর ধরে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। এবার তিনি আসছেন সান বাংলার ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে। চরিত্রটা কেমন? অভিনেত্রী জানালেন তাঁর চরিত্রের নাম রীতা। চিত্রনাট্য অনুযায়ী পরিবারের বয়জ্যেষ্ঠ সদস্য দাদু অর্থাৎ অভিনেতা দুলাল লাহিড়ির মেজনাতির বউ এই রীতা। এই বাড়ির সব ছেলেরাই লুকিয়ে লুকিয়ে বিয়ে করছে। মেজনাতিও ব্যতিক্রম নয়। তার একটি বাচ্চা ছেলেও রয়েছে। কিন্তু বাড়িতে সেটা লুকিয়ে রেখেছে মেজছেলে। মেজ নাতবউ রীতা এবার শ্বশুরবাড়িতে যোগ্য সম্মান নিয়ে ঢুকতে চাইছে। সেটা নিয়েই বরের সঙ্গে অভিমান শুরু হয়েছে। রীতা নিজের ছোট্ট ছেলেকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ছেলে তো বাবাকে চেনে। ওই বাড়ি গিয়ে বাবা বলে ডেকে ফেলছে সে। সেটা নিয়ে অশান্তি শুরু। ‘আমার প্রথম সিনই বরের সঙ্গে ঝগড়া। মেয়েটি অভিযোগ করছে এভাবে কতদিন আমাদের লুকিয়ে রাখবে? সব ভাইয়েরা তো বিয়ে করছে। আমাদের কবে নিয়ে যাবে ওই বাড়িতে। আমি যতটা শুনেছি এই চরিত্রের একটা নেগেটিভ শেড রয়েছে। যেহেতু এতদিন লুকিয়ে রেখেছিল, তাই ওই বাড়িতে গিয়ে একটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকবে। আবার পুরো নেগেটিভও নয়’, বললেন মৌসুমি।
এর আগে ‘গুড্ডি’ ধারাবাহিক শেষ করেছেন মৌসুমি। আর কোনও অফার রয়েছে? তিনি বললেন, ‘আমাকে ‘কার কাছে কই মনের কথা’  ধারাবাহিকের জন্য বলে রাখা হয়েছে। নতুন ট্র্যাক শুরু হবে। কিন্তু এখনও গল্পে নতুন চরিত্র ঢোকেনি। আপাতত এই কাজটাই করছি।’ দীর্ঘ অভিজ্ঞতায় ইন্ডাস্ট্রির অনেক বদল দেখেছেন মৌসুমি। কোনটা ভালো পরিবর্তন? হেসে বললেন, ‘আগে প্রচুর নাইট করতাম। ১০ বা ১৪ ঘণ্টায় শ্যুটিং শেষ হতো না। বহুদিন বাড়ি ফিরতে পারিনি। কারণ রাত তিনটেয় প্যাকআপ হয়েছে। পরের দিন সকাল সাতটায় আবার কলটাইম। ফলে স্টুডিওতেই থেকে যেতে হয়েছে। এটা টানা চলত। যে কোনও মেগা সিরিয়ালেই এটা চলত। সেটা এখন সময়ে বাঁধা। এখন অনেক জায়গায় সপ্তাহে একদিন ছুটিও দেওয়া হয়। আগে শুধু মাসের দ্বিতীয় রবিবার ছুটি থাকত। সকলেই সাতটা-আটটার মধ্যে প্যাকআপের চেষ্টা করেন। এটা কাজের ক্ষেত্রে খুব আরামদায়ক।’ 
ভালোর পাশাপাশি মন্দও থাকবে, সেটাই স্বাভাবিক। কোন জিনিসের বদল চান মৌসুমি? জবাবে বললেন, ‘আগে একটা মেগা সিরিয়ালে কাজ করতে ঢুকলে নিজেদের একটা নিরাপত্তা থাকত। কাজটা এক-দু’বছর চলত। গত দু-তিন বছর ধরে দেখা যাচ্ছে এক একটা কাজ তিনমাস, ছ’মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। এটা ভয়ঙ্কর। আর্টিস্ট, টেকনিশিয়ান সকলেরই নিরাপত্তাহীনতা অনেক বেড়েছে। কাজে ঢোকা মানেই মনে হতে থাকে ধারাবাহিকটা কতদিন চলবে? আগে মেগা সিরিয়াল মানে জানতাম দু-বছর অন্তত কাজ করব। একটা চরিত্র নিয়ে ভাবতে পারতাম। এখন একটা চরিত্র নিজের দখলে আসতে আসতেই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে শ্যুটিংয়ে গিয়ে জানতে পারি আগামিকাল শেষ। আমার মনে হয় এই ব্যাপারটা দর্শকের কী চাহিদা, চ্যানেলে যাঁরা রয়েছেন, সকলের মতামত নিয়ে আলোচনা করা উচিত।’ 
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা