বিনোদন

‘দর্শককে হলে আসতে হবে’

প্রিয়ব্রত দত্ত: ছবির সাফল্যে দর্শকদেরও দায় অনেকখানি। অভিনয় জীবনের বেশ কিছু বছর পেরিয়ে এসে এমনটাই মনে করেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বিশ্বজিতের নতুন ছবি ‘অন্য রূপকথা’। পরিচালক রতন মৈত্রর এই ছবিতে নায়কের দাদুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পল্লিগ্রামের পটভূমিতে তৈরি ছবিটির কথা বলতে গিয়ে বিশ্বজিৎ বলেন, ‘বাংলা ছবি চলছে না বলে কেঁদে আকুল হলে চলবে না। দর্শককে হলে আসতে হবে। ছবিটাকে আগে দেখতে হবে।’ 
এই ছবিতে বিশ্বজিৎ ছাড়াও পূজারিণী ঘোষ, রাজা দে, সুমিত সমাদ্দার, সুমন বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষেরাও অভিনয় করেছেন। সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বিশ্বজিৎ বলেন, ‘আমরা ছোটবেলা থেকে হাবিব তনবীরের নাটক দেখেছি। ‘চরণ দাস চোর’ দেখছি। এটা জেনেই দেখছি যে, চরণদাস চোরের ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি ফুটপাতবাসী। বাকিদের মধ্যে কেউ সব্জিওয়ালা, কেউ মাছওয়ালা। সুতরাং নাটকে প্রান্তিক মানুষদের কাজ দেখার অভ্যাস ছিলই। ছবির ক্ষেত্রে কেউ ঝুঁকিটা নেন না। কারণ সেখানে অনেক লগ্নি জড়িয়ে থাকে। এই ছবিতে কয়েকজন গ্রামবাসীর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছি।’ 
বিশ্বজিতের বিচারে অন্যধারা, মূলধারা, বাণিজ্যিকধারা বলে কিছু হয় না। ছবিটা ভালো নাকি খারাপ, সেটাই বিচার্য। তাঁর কথায়, ‘সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদাররা বিশ্বাস করতেন, তাঁরা কমার্শিয়াল ছবিই তৈরি করছেন। তথাকথিত আর্ট ফিল্ম করবেন বলে শ্যুটিং ফ্লোরে পা রাখতেন না। তাঁরা মনে প্রাণে বিশ্বাস করতেন ছবিগুলো বাণিজ্যিকভাবে সফল হওয়া দরকার। কিছু পুরস্কারের জন্য ছবি তৈরি করলাম, আমার দেশের মানুষ ছবিটাই দেখল না, সেটা ছবি তৈরির উদ্দেশ্য হতে পারে না।’ পেশায় অর্থনৈতিক পরামর্শদাতা বিশ্বজিতের মতে, ‘ওটিটির দৌলতে দর্শকদের পরিসরটা এখন অনেক বড় হয়ে গেছে। মানুষ ঘরে বসেই পছন্দমতো বিনোদন উপভোগ করতে পারছেন।’ একথা বললেও বড় পর্দার পক্ষেই সওয়াল করেন তিনি। বলেন, ‘আবার প্রলয়-এ আমি অভিনয় করেছি। কিন্তু গোটা ব্যাপারটা বড় পর্দায় ঘটলে আরও আকর্ষণীয় হতো। দর্শকরা আর বেশি উপভোগ করতে পারতেন বলে আমার বিশ্বাস।’ 
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা