বিকিকিনি

 টুকরো  খবর

বউমাষষ্ঠী পালন শ্রীনিকেতন-এ
জামাই যদি ষষ্ঠীর বরণ ও ভোজ পেতে পারে, তাহলে বউমা কেন নয়? ২০০৮ থেকেই এই প্রশ্ন তুলে আসছে বিখ্যাত বস্ত্রবিপণি শ্রীনিকেতন। তাই সেই বছর থেকেই বউমাষষ্ঠী পালন করতে মজাদার নানা গেম শো-এর আয়োজন করে তারা। সেখানে শ্বশুর ও বউমা মেতে ওঠেন নানারকম মজার খেলায়। কোভিডের কারণে তিন বছর এই বউমাষষ্ঠী বন্ধ ছিল। এবার স্বমহিমায় ফিরছে সেই উৎসব। এবছর ১৩তম পর্ব। শ্বশুর ও বউমাদের মধ্যে যে বাবা ও মেয়ের সম্পর্কই হওয়া উচিত, সেই বার্তা মজার ছলে পৌঁছে দেওয়াই লক্ষ্য শ্রীনিকেতনের। প্রায় ৫০০ জনের অডিশনের পর ১২০ জন শ্বশুর-বউমা মূলপর্বে পৌঁছেছেন। তাঁদের নিয়ে আগামিকাল, ২১ মে সোদপুরের দ্য গ্রেস ব্যাঙ্কোয়েটে দুপুর ১২টায় শুরু মূলপর্বের লড়াই। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র বন্দ্যোপাধ্যায়। বিচারকের আসনে থাকবেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। 
সাধ্যের মধ্যে সাধপূরণে সাহাবাবুর 
আদি ঢাকেশ্বরী

জামাইষষ্ঠীতে শাড়ির এক বিপুল সম্ভার নিয়ে প্রস্তুত সাহাবাবুর আদি ঢাকেশ্বরী। সারা ভারতের যাবতীয় আঞ্চলিক শাড়ির সমাহার পাবেন এখানে। বহু প্রত্যন্ত জায়গার তাঁতিদের সঙ্গে কথা বলে, ভারতের নানা প্রান্তিক প্রদেশ থেকে ফ্যাব্রিক কিনে তাতে নিজস্ব নকশা ফুটিয়ে তোলেন এখানকার কারিগররা। শুধু দেশেই নয়, বিদেশেও নানা সামার ফেস্ট ও মেলায় যায় সাহাবাবুর আদি ঢাকেশ্বরীর শাড়ি। আগামী জুনেই যেমন নিউ জার্সি পাড়ি দিচ্ছে তাঁদের পসরা। এই জামাইষষ্ঠীতে শাশুড়ির জন্য শাড়ি উপহার দিতে চাইছেন? বাজেট যেমনই হোক, সাধপূরণ করবে এই বস্ত্রপ্রতিষ্ঠান। নানা বাজেটের সাধারণ সুতির ছাপা থেকে শুরু করে খাদি, কোটা, হ্যান্ডলুম, জামদানি, তাঁত, তসর, পৈঠানি, বেনারসি সহ সব ধরনের শাড়ি পাবেন এখানে। বাংলাদেশের ঢাকায় ১০৫ বছর আগে বস্ত্রব্যবসা শুরু করেছিলেন অধুনা কর্ণধার নিতাই সাহার পূর্বপুরুষ। গরমে হ্যান্ডলুমের আলাদা চাহিদা থাকে বলে কলেজ স্ট্রিটে আলাদা করে একটি হ্যান্ডলুমের শোরুম রয়েছে এঁদের। আগামী রথযাত্রার দিন বর্ধমানের বড়নীলপুরে পাঁচতলা মল জুড়ে শাড়ি ও পাঞ্জাবির শোরুম খুলতে চলেছেন তাঁরা।
নতুন দুই বিস্কুটে 
বিস্ক ফার্ম

বিস্কুট ও বেকারি জগতে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড বিস্ক ফার্ম। বিস্কুট ও কেকের জগতে নানা ভ্যারাইটি এনেছে বিস্ক ফার্ম। এবার নতুন করে আরও দু’টি বিস্কুট বাজারজাত করল এই সংস্থা। হেইলো টি টাইম কুকিজ ও হাফ হাফ মস্তি। বাঙালির চায়ের স্বাদকে আরও মনোরম করে তুলতে এই দুই বিস্কুট বাজারজাত করা হয়েছে বলে সংস্থার দাবি। নোনতা ও মিষ্টি স্বাদের সঙ্গে ঘিয়ের মিশেলে তৈরি হেইলো টি টাইম কুকিজ। হাফ হাফ মস্তি বিস্কুটটি ক্র্যাকার বিস্কুট বিভাগের অন্তর্গত। এটিও নোনতা ও মিষ্টি স্বাদে তৈরি। বিস্ক ফার্মের সাজ ফুডের ম্যানেজিং ডিরেক্টর বিজয় কুমার সিং বলেন, ‘সেরা উপকরণ দিয়ে প্রস্তুত আমাদের এই দুই বিস্কুট গ্রাহকদের মন জয় করবে বলেই আশা। পূর্ব ভারতের অধিবাসীদের ভালো লাগার কথা ভেবেই এই দুই বিস্কুট প্রস্তুত করা হয়েছে।’ হেইলো টি টাইম কুকিজ মিলবে ১৯২ গ্রাম ও ৫১ গ্রামের প্যাকে। খরচ পড়বে যথাক্রমে ৩৫টাকা ও ১০ টাকা। হাফ হাফ মস্তি পাবেন ১৭৫ গ্রাম ও ৫৫ গ্রামে প্যাকে। খরচ পড়বে যথাক্রমে ৩০ টাকা ও ১০ টাকা। 
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর 
নয়া প্রচারছবি
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ‘ব্রাইডস অব ইন্ডিয়া’ ক্যাম্পেনের ১০ বছর। বিখ্যাত এই প্রচারছবিটির দশম বর্ষপূর্তিতে একটি বিশেষ থিম সং তৈরি করল সংস্থাটি। তিন মিনিটের এই ভিডিওয় অভিনয় করেছেন বলিউড তারকা আলিয়া ভাট ও অনিল কাপুর। চিত্রনাট্য ও গীতিকার জুহি চতুর্বেদী, সুর দিয়েছেন কিংশুক চক্রবর্তী। কুকি গুলাটির পরিচালনায় তৈরি এই ভিডিও সকলের মন ছুঁয়ে যাবে বলে আশা সংস্থাটির। ঐতিহ্যকে হৃদয়ে বহন করেও এখনকার বিয়ের কনেরা কীভাবে গতানুগতিকতাকে ভেঙে এগিয়ে চলছেন ও তাঁদের পছন্দকে আপন করে নিচ্ছেন তা-ই এই ভিডিওর মূল প্রতিপাদ্য। এই উপলক্ষ্যে সম্প্রতি কলকাতায় সংস্থার কাঁকুড়গাছি শোরুমে ছ’জন বাঙালি এবং অবাঙালি ক্রেতাকেও ব্রাইডাল জুয়েলারিতে সাজানো হয়। 
স্ট্রিক্স প্রফেশনাল-এর নতুন রেঞ্জ
স্ট্রিক্স প্রফেশনালের তরফে নতুন কালেকশন এল বাজারে। যার নাম মারকিউরিয়াল। এই কালেকশন চুলের স্টাইল ও কাটের জন্য বিশেষ উপযোগী বলে সংস্থার দাবি। চুলের সৌন্দর্য বাড়িয়ে মুখের কাট ও লুক বদলে দিতেও এই কালার রেঞ্জের জুড়ি মেলা ভার বলে জানানো হয়েছে। হেয়ার স্টাইলিস্ট বিপুল চুড়াসামার সঙ্গে যৌথভাবে এই কালার কালেকশন বাজারজাত করল স্ট্রিকস। আপনি যদি চুলের রং নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন তাহলে এই নতুন কালার রেঞ্জ আপনাকে মুগ্ধ করবে। এই রেঞ্জের মধ্যে রয়েছে সুপারচার্জড, ন্যাচারাল মি, আদারহোয়্যার ইত্যাদি রঙের বাহার। চুলের রং ও কাটের মাধ্যমে ব্যক্তিত্ব অনেকটাই নির্ধারিত হয়। ফলে খুব ভেবেচিন্তে রং ও কাট নির্বাচন করা উচিত, জানালেন চুড়াসামা। এই রঙের রেঞ্জ চুলে বাড়তি পুষ্টির জোগান দেবে বলেও জানান তিনি। 
দ্য মমস-এর নতুন প্রচারাভিযানে সোনম
কসমেটিক্স ব্র্যান্ড দ্য মমস কো নিয়ে এল ‘ফর এভরি মম থ্রু এভরি চেঞ্জ’ নামে নতুন এক প্রচারাভিযান। টক্সিন ও অ্যালার্জেন মুক্ত ও বিনা প্রিজারভেটিভে প্রাকৃতিক গুণে ঠাসা এই ব্র্যান্ডের নানাবিধ পণ্য শিশু ও মা উভয়ের শরীরের জন্যই খুব নিরাপদ। সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সোনম কাপুর এই ডিজিটাল প্রচারাভিযানে অংশ নিয়েছেন। এই প্রচারাভিযানের সূচনায় গুড ব্র্যান্ড কো-এর সিইও সুখলিন আনেজ বলেন,‘সদ্য মা হয়েছেন যাঁরা, তাঁদের শারীরিক নানা পরিবর্তন অন্যান্য ব্র্যান্ডের চেয়ে মমস অনেক বেশি করে বোঝে। তাই তাঁদের প্রয়োজনের কথা মাথায় রেখে পণ্য প্রস্তুত করি আমরা। প্রতিটি মায়ের ভিতরে থাকা সুপারহিরোকে সম্মান জানানোই এই প্রচারাভিযানের উদ্দেশ্য।’
আই ডেস্টিনি-র স্টোর চালু সল্ট লেকে
• সল্টলেক সেক্টর ফাইভে আই ডেস্টিনি তার অ্যাপল অনুমোদিত রিসেলার স্টোর চালু করেছে। কলকাতার অ্যাপল ক্রেতাদের সুবিধার্থে এই রিসেলার স্টোর উদ্বোধিত হল। উদ্বোধন করেন অভিনেত্রী ও মডেল মনামী ঘোষ। সংস্থার ডিরেক্টর বিজয় দুগার বলেন, ‘গ্রাহককে পরিষেবা দিতে ও তাঁর কাছে নির্ভরযোগ্য হয়ে উঠতে আমরা সদা সচেষ্ট। কলকাতায় এটি আই ডেস্টিনির তৃতীয় বিক্রয়কেন্দ্র। ১০০০ বর্গফুটের এই স্টোরে ম্যাকবুক, আইপ্যাড সহ আইফোনের এক সুবিশাল সম্ভার রয়েছে। অ্যাপল ইন্ডিয়ার নির্দেশিকা ও মান মেনে এই স্টোরের যাবতীয় খুঁটিনাটি তৈরি করা হয়েছে। আধুনিক গ্যাজেটস গ্রাহকের হাতে তুলে দেওয়াই এই রিসেলার স্টোরের বিশেষ লক্ষ্য বলে সংস্থার দাবি। 
সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের সাফল্য
• মালয়েশিয়ার পর্যটন শিল্পের প্রসারে আয়োজিত হল ‘মিস্টার অ্যান্ড মিস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৩’। এই সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে ছিল ইন্টারন্যাশনাল সেলিব্রিটি প্যাজেন্টস গ্রুপ এন্টারপ্রাইজ। এই প্রতিযোগিতায় ভারত-সহ ২৯টি দেশের ৬০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। ভারতের প্রতিনিধি ছিলেন ঐশ্বর্য্য মুখোপাধ্যায় ও শুভঙ্কর সরকার। এশিয়া মহাদেশের বাইরে একমাত্র নেদারল্যান্ডস এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ভারত ছাড়া অংশ নিয়েছে নেপাল ও বাংলাদেশ। এবছর শ্রীলঙ্কা থেকে কোনও প্রতিযোগী আসেননি। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে এই প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্যাজেন্টের মালিক লেনার্ড ট্যান ও মালয়েশিয়ার সুপার মডেল অ্যাম্বার চিয়া। ভারত-সহ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মনোনীত হয়েছে আজরা মাহমুদ’স ট্যালেন্ট ক্যাম্প। ভারতের শুভঙ্কর সরকারও এই প্রতিযোগিতায় প্রথম ১০-এ স্থান করে নিয়েছেন। 
15Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা