বিদেশ

হিংসার ঘটনায় সরাসরি খালিস্তানিদের নাম নিলেন না ট্রুডো, তোপ বিরোধীদের

টরন্টো: খালিস্তানি ইস্যুতে দেশেরে অন্দরেই বাড়ছে চাপ। কানাডাকে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে সক্রিয় ভারতও। এই অবস্থায় সুর নরম করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত রবিবার ব্র্যাম্পটনে হিন্দু সভার মন্দিরে খালিস্তানিদের হামলার নিন্দা করলেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনায় জড়িতরা আদলে বিভাজন ও অস্থিরতা ছড়াচ্ছে। বুধবার কানাডা পার্লামেন্টের হাউস অব কমনসে ট্রুডো বলেন, যারা হিংসা ছড়াচ্ছে তারা কোনও ধর্মের প্রতিনিধি হতে পারে না। তারা না শিখ, না হিন্দু ধর্মের প্রতিনিধি। যদিও কানাডার বুকে হিংসার একের পর এক ঘটনা সত্ত্বেও সরাসরি খালিস্তানিদের নাম ট্রুডোর মুখে শোনা গেল না। তা নিয়ে কানাডার প্রধানমন্ত্রীকে বিঁধতে ছাড়েননি বিরোধী দল পিপিসির নেতা ম্যাক্সিম বার্নিয়ের। ট্রুডোর অভিবাসন নীতির কড়া সমালোচক হিসেবেই পরিচিত তিনি। অনুপ্রবেশ বিরোধিতার পালে ভর করে পাশের দেশ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার প্রভাব যে কানাডাতেও পড়েছে, বার্নিয়েনের মন্তব্যেই তা স্পষ্ট। ট্রুডোর খোলামকুচি অভিবাসন নীতির বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন তিনি। তাঁর দাবি, গণ-অভিবাসন বন্ধ করতে হবে। পিপিসি প্রধানের কথায়, বিভিন্ন অভিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে হিংসা বাড়ছে কানাডায়। সেই সূত্রেই ট্রুডোর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, খালিস্তানি শিখরা হিংসা ছড়াচ্ছে। ৩ নভেম্বরের হিংসার সঙ্গেও তারা জড়িত। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী এতটাই ভীরু যে খালিস্তানিদের নাম নেওয়ারও ক্ষমতা তাঁর নেই। 
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা