বিদেশ

দুর্গাপুজোতে ছুটি নয়, বাংলাদেশে ফতোয়া কট্টরপন্থী সংগঠনের

ঢাকা, ২৭ সেপ্টেম্বর: উৎসবের আবহেও আতঙ্কে কাটাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার মধ্যেই উৎসব উদযাপনের বিরোধিতা করছে সে দেশের কট্টরপন্থী ইসলামি দলগুলি। উৎসবের সময় দেশব্যাপী ছুটিরও বিরোধিতা করেছে তারা। যদিও বাংলাদেশ পুলিস এবং অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের আশ্বাস শান্তিতেই পুজো পালন করা হবে। কিন্তু এই আবহে হিন্দুদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে।
ঢাকার সেক্টর ১৩-এর মাঠে বহু বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। সম্প্রতি সেখানে চরমপন্থী একটি দল মিছিল করেছে। তাদের দাবি, ওই খেলার মাঠে পুজোর আয়োজন করা যাবে না। ‘ইনসাফ কেমকারি ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন দুর্গাপুজোর বিরোধিতা করেছে বলে অভিযোগ। তাদের দাবি, ‘রাস্তা বন্ধ করে কোথাও পুজো করা যাবে না। প্রতিমা বিসর্জনের মাধ্যমে জলদূষণও করা যাবে না।’ মূর্তি পুজোর বিরোধিতা করে ঢাকায় বিক্ষোভও দেখিয়েছে তারা। ভারতকে ‘জাতীয় শত্রু’ আখ্যা দিয়ে এই সংগঠন দাবি তুলেছে, কোনও ইসলাম ধর্মাবলম্বীর হিন্দু উৎসবকে সমর্থন করা উচিত নয়। দুর্গাপুজোর উপর ১৬ দফা বাধা-নিষেধ আরোপেরও নিদান দিয়েছে তারা। উল্লেখ্য, আগস্ট মাসে পালাবদলের সাক্ষী থেকেছে বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়তেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খাঁড়া নেমে এসেছে। খুলনা, ময়মনসিংহ-সহ একাধিক জায়গায় দুর্গাপুজো আয়োজকরা বাধার মুখে পড়েছেন। 
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা