বিদেশ

হাসিনা সরকারের পতন: মূল চক্রীর নাম জানিয়ে দিলেন মহম্মদ ইউনুস

ওয়াশিংটন: হাসিনা সরকার উৎখাতের পিছনে ছিল ষড়যন্ত্র। মার্কিন মঞ্চে দাঁড়িয়ে একথা খোলাখুলি স্বীকার করে নিলেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ক্লিনটন গ্লোবাল বার্ষিক সম্মেলনে বক্তব্য পেশের জন্য তাঁকে আহ্বান জানিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে হাসিনা সরকারের পতন নিয়ে নানা বিষয় তুলে ধরেন ৮৪ বছরের ইউনুস। সেখানেই ষড়যন্ত্রের কথা তুলে ধরেন তিনি। তাঁর ভাষণের মধ্যেই উঠে আসে ‘মাহফুজ আবদুল্লা’র নাম। জানান, হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা মোটেও হঠাৎ করে ঘটেনি। অত্যন্ত পরিকল্পনামাফিক এই কাজ সম্পন্ন হয়েছে।  ভাষণে বাংলাদেশি ছাত্রনেতাদের প্রতিও শ্রদ্ধা জানান প্রাক্তন এই নোবেলজয়ী। ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিলেও তিনি জানান, বাংলাদেশের এই নয়া রূপরেখা পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের সাফল্যকে কুর্নিশ জানাতে হয়। কে এই মাহফুজ? বর্তমান সরকারের প্রধান অর্থাৎ ইউনুসের উপদেষ্টা হিসেবে রয়েছেন মাহফুজ। ছাত্র আন্দোলনের এই নেতাকে বামপন্থী ভাবধারায় বিশ্বাসী বলে অভিহিত করা হয়।
এদিকে আমেরিকার মঞ্চে দাঁড়িয়ে ইউনুস যে দাবি করলেন, তা আরও একবার হাসিনা সরকারের উৎখাতের পিছনে আমেরিকার হাতকেই আরও স্পষ্ট করে তুলল। অনেকেই বলছেন, বাংলাদেশ সরকারের পতনে ‘অদৃশ্য হাত’ হিসেবে যে আমেরিকার বড়সড় ভূমিকা ছিল, ইউনুসের মন্তব্যেই তা পরিষ্কার। -ফাইল চিত্র
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা