বিদেশ

ভারত-চীন সম্পর্কে এখনও উত্তেজনা রয়েছে: জয়শঙ্কর

নিউ ইয়র্ক: ভারত ও চীনের মধ্যে ৭৫ শতাংশ সমস্যাই (সীমান্ত বিবাদ) মিটে গিয়েছে। সম্প্রতি এমনই দাবি করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর গলায় ভিন্ন সুর। বর্তমানে মার্কিন সফররত বিদেশমন্ত্রী মঙ্গলবার দাবি করেন, ভারত-চীন সম্পর্কে এখনও ‘উত্তেজনা’ রয়েছে। এই মুহূর্তে মূল ইস্যু হল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহলদারি। কীভাবে দু’পক্ষ এলএসি পর্যন্ত টহলদারি চালাবে, সেটাই আসল বিষয়। ২০২০ সালের পর থেকে এই বিষয়টি ঘিরেই যাবতীয় উত্তেজনা। চার বছর আগে গালওয়ান সংঘর্ষের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন জয়শঙ্কর। নিউ ইয়র্কে ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দি ওয়ার্ল্ড’ শীর্ষক একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছিল এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট।
জয়শঙ্করের দাবি, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবেই জটিল। দু’দেশের মধ্যে সুস্পষ্ট চুক্তি থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে ২০২০ সালে এলএসিতে বহু সেনা মোতায়েন করে চীন। আশঙ্কা সত্যি করে সংঘর্ষের জেরে দু’পক্ষেরই অনেক সেনার মৃত্যু হয়েছিল। ওই ঘটনার ছায়ায় ঢাকা পড়ে যায় দ্বিপাক্ষিক সম্পর্ক। শুধুমাত্র পূর্ব লাদাখে সেনা-সংঘাত নিরসনের ইস্যুতে ৭৫ শতাংশ সমস্যা মিটে যাওয়ার কথা বলেছিলাম। এটা সমস্যার একটা দিক মাত্র। টহলদারি সংক্রান্ত সমস্যারও সমাধান হওয়া প্রয়োজন। তার পরের পদক্ষেপ হবে উত্তেজনা প্রশমন। বিদেশমন্ত্রীর আরও দাবি, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক কোন খাতে বইছে, গোটা বিশ্বের ভবিষ্যতকে তা প্রভাবিত করবে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। ১০০ কোটির বেশি জনসংখ্যার দুই প্রতিবেশী দেশের ‘সমান্তরাল উত্থানে’র ফলে খুবই ‘স্বতন্ত্র’ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি অত্যন্ত জটিল। নিউ ইয়র্কের এই অনুষ্ঠান থেকেই শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়েও মতামত প্রকাশ করেছেন জয়শঙ্কর। ঘটনাচক্রে, এই দুই প্রতিবেশী দেশেই বর্তমানে ক্ষমতার পরিবর্তন হয়েছে। আত্মবিশ্বাসের সুরে বিদেশমন্ত্রীর দাবি, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কও ইতিবাচক ও গঠনমূলক হবে বলেই আমরা আশাবাদী।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা