বিদেশ

আজ জাতীয় শোক দিবস পালনে মরিয়া আওয়ামি লিগ, বানচাল করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনের দিন। দিনটিতে আওয়ামি লিগের জাতীয় শোক দিবস কর্মসূচিকে কেন্দ্র করে আজ, বৃহস্পতিবার নানা ‘আশঙ্কায়’ ভুগছে ঢাকা সহ গোটা বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা এবং বিএনপি-জামাতের শঙ্কা, আজ প্রতিবিপ্লবের ছক কষেছে আওয়ামি লিগ। ঢাকায়  জমায়েত করে ব্যাপক সন্ত্রাস-হিংসার পরিকল্পনা রয়েছে তাদের। সেই অনুযায়ী, কর্মী-সমর্থকদের ঢাকায় বেশি মাত্রায় জমায়েত করাচ্ছে তারা। হিংসার ঘটনাও ঘটতে শুরু হয়েছে ঢাকা সহ দেশের নানা প্রান্তে। বুধবার সন্ধ্যায় ৩২ নম্বর ধানমন্ডি রোডে বঙ্গবন্ধুর বাড়িতে প্রদীপ প্রজ্জলন এবং তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত হয়েছেন সে দেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। মারধর করা হয় রোকেয়া এবং তাঁর সঙ্গী সাংস্কৃতিক কর্মীদের। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ঘটনার সঙ্গে বিএনপি-জামাত আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। হাসিনা উৎখাত পরবর্তী সময়ে গা-ঢাকা দিয়েছিলেন সে দেশের পরিবহণমন্ত্রী তথা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার মতোই খুনের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে যশোর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। দাড়ি কেটে, লুঙ্গি এবং সাধারণ মানের জামা গায়ে চাপিয়ে নদীপথে পালানোর সময় প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক এবং হাসিনার শিল্প-বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুই ছাত্র খুনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁদের দু’জনকে ১০ দিনের পুলিস হেফাজতে পাঠিয়েছেন।    
অন্যদিকে, প্রতিবিপ্লবের সম্ভাবনাকে সামনে রেখেই দেশজুড়ে ধরপাকড় শুরু করিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজধানী ঢাকার নিরাপত্তা আরও জোরদার করতে নামানো হয়েছে বাড়তি সেনা। প্রসঙ্গত, গত ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকার ধানমন্ডির বাড়িতে তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবুর রহমানকে সপরিবারে খতম করে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিদ্রোহী সেনাকর্তারা। ক্ষমতায় আসার পরে আওয়ামি লিগ দিনটিকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করে আসছে। মাঝে বিএনপি সরকার ক্ষমতায় এসে তা বাতিল করেছিল। এবারও হাসিনা উৎখাতের পর জাতীয় শোক দিবস ও দিনটি উপলক্ষে গোটা দেশের পূর্বঘোষিত ছুটি বাতিল করে দিয়েছে। যদিও আওয়ামি লিগ জাতীয় শোক দিবস পালন করতে বদ্ধপরিকর। ভারতের আশ্রয়স্থল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দলের নেতা-কর্মীদের যেমন ফোন করে কর্মসূচির আয়োজনের নির্দেশ দিচ্ছেন হাসিনা, তেমনই আবার এক্স-হ্যান্ডেলে পুত্র সজীব ওয়াজেদ জয়কে দিয়েও ‘ঢাকা চলো’র ডাক দিয়েছেন তিনি। আজকের কর্মসূচিকে কেন্দ্র করে গত ১২ আগস্ট হাসিনা ফোন করেছিলেন বগুড়া জেলা আওয়ামি লিগের সভাপতি তথা জেলাপরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরকে। নেত্রীর সঙ্গে ফোনালাপের পর্বটি সমাজমাধ্যমে ভাইরাল হয়। প্রতিবিপ্লবের উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগে জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। এই পর্বেই এদিন নতন করে আরও একটি খুন এবং এক আইনজীবীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে হাসিনার বিরুদ্ধে। এরই পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন পর্বে পুলিস-সেনার গুলিতে খুন হওয়া ছাত্র সহ সাধারণ মানুষের খুনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে অন্তর্বর্তী সরকার।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা