বিদেশ

হাসিনার বিবৃতি ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য অনুকূল নয়: তৌহিদ

ঢাকা: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু দিল্লিতে বসে শেখ হাসিনার দেওয়া নানা বিবৃতি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অনুকূল নয়। বুধবার এমনই মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। 
মহম্মদ ইউনুসের নেতৃত্বে সম্প্রতি পালাবদলের সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। প্রথম বিদেশি কূটনৈতিক হিসেবে এদিন পররাষ্ট্র মন্ত্রকে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রায় ঘণ্টাখানেক কথা বলেন নতুন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জানা গিয়েছে, বৈঠকের নির্দিষ্ট কোনও আলোচ্য সূচি না থাকলেও কথা প্রসঙ্গেই ওঠে হাসিনা প্রসঙ্গ। বৈঠক শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ‘আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনও এজেন্ডা ছিল না। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।’ যদিও হাসিনা ইস্যুতে কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।
পদ্মাপারের সাম্প্রতিক ঘটনা নিয়ে মঙ্গলবার প্রথম মুখ খোলেন শেখ হাসিনা। বিক্ষোভের নামে খুন, ভাঙচুর ও তাণ্ডবকে ‘জঙ্গি কার্যকলাপ’ বলে উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে আগামী ১৫ আগস্ট যথোচিত মর্যাদার সঙ্গে ‘জাতীয় শোক দিবস’ পালনেরও ডাক দেন তিনি।হাসিনার এই মন্তব্যে প্রতিক্রিয়া দেয় বিএনপি-ও। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। আওয়ামি লিগ নেতাকর্মীরা ১৫ আগস্ট মাঠে নেমে সন্ত্রাস সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।’
প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার আদালতে নিয়ে যাচ্ছে পুলিস।-এএফপি
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা