বিদেশ

আর জি করে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব প্রবাসী চিকিৎসকরা

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আর জি কর কাণ্ডে প্রতিবাদে শামিল হলেন বিদেশে থাকা ভারতীয় চিকিৎসকরাও। ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ব্রিটেন, পোল্যান্ড সহ নানা দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়েছে। ১৪ আগস্ট রাতে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে পশ্চিম লন্ডনের হাউন্সলো হাইস্ট্রিটের ট্রিনিটি চার্চ ও পোল্যান্ডের ক্র্যাকোর মেইন স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, ২২ আগস্ট লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী মূর্তির পাশে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সংঘবদ্ধ প্রতিবাদের বার্তা দিয়েছেন আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইউরোপ ও আরব আমিরশাহির ভারতীয় চিকিৎসকরা। এদের মধ্যে অনেকেই আর জি কর হাসপাতালের প্রাক্তনী। 
ইতিমধ্যেই বাংলায় জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সহ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে চেঞ্জ ডট ওআরজির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি অনলাইন স্মারকলিপি দেওয়া হয়েছে। এনিয়ে  প্রবীণ রোগ বিশেষজ্ঞ ও প্যান ইউকে এশিয়ান ডক্টরসের প্রধান ডাঃ দীপ্তি জৈন ‘বর্তমান’কে বলেন, ‘বছর তিরিশ আগে আমরা নির্ভয়ে ওইসব জায়গায় কাজ করেছি। ডাক্তারদের সাদা অ্যাপ্রনটি লক্ষ্মণ রেখার মতো ছিল। সবাই ডাক্তার দিদি বলে ডাকতেন। কিন্তু এখন কোনও জায়গাই মহিলা ও শিশুদের জন্য নিরাপদ নয়।’
এনিয়ে কেমব্রিজের ডাঃ বসাক জানান, ‘কত রাত হাসপাতালে একা কাটিয়েছি। কখনও নিরাপত্তার অভাব বোধ করিনি। কাজের জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিকাঠামোয় বদল আনতে হবে।’ নিউ জার্সি থেকে ডাঃ পাঞ্চালি জানান, ‘আর ভয় নয়। নীরবতা নয়। নিরাপত্তা আমাদের অধিকার। দোষীকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে।’ 
প্রতিবাদের একই সুর লন্ডনের জেনারেল ফিজিশিয়ান ডাঃ টিনা দত্তগুপ্ত, ম্যাঞ্চেস্টারের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ গৌরী বাত্রা, দুবাই ও ব্রিটেনের ডেভেলপমেন্ট পেডিয়াট্রিক ডাঃ বিনিতা শ্রীবাস্তব, লন্ডনের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুদীপ্তা সেন, ম্যাঞ্চেস্টারের প্রফেসর সুপর্ণা দাশগুপ্ত, ডারহামের স্ট্রোক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ চেতনা সেন সহ একাধিক চিকিৎসকের গলায়।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা