বিদেশ

গণভবন থেকে লুট হওয়া সিন্দুক উদ্ধার সেনার

ঢাকা: ছাত্রদের আহ্বানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান ‘গণভবন’ থেকে লুট হওয়া মালপত্র কিছু কিছু ফেরত আসতে শুরু করেছে। এই পর্বেই আবার গণভবন থেকে লুট হওয়া টাকার বখরা নিয়ে ঝামেলার জেরে সেনা উদ্ধার করতে পেরেছে একটি সিন্দুক। গত ৫ আগস্ট  টাকা ভর্তি ওই সিন্দুক লুট হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সেনা ও র‌্যাবের জওয়ানরা মহম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকার একটি ডেরায় হানা দিয়ে সিন্দুকটি উদ্ধার করে। তাতে ছিল আট লক্ষ টাকা। সূত্রের খবর, লুটের সময় সিন্দুকে আরও বেশি অঙ্কের টাকা ছিল। তারমধ্যে কিছু টাকা নিয়ে একজন ঢাকার বাইরে গ্রামের বাড়িতে চলে যায়। বাকি টাকা রাখা ছিল তার পরিচিত একজনের কাছে। সেই টাকার বখরা নিয়ে গোলমাল হওয়ায় গ্রামীণ এলাকার ওই ব্যক্তি টেলিফোনে ওই সিন্দুকের হদিশ দেয় সেনাকে। 
এদিকে, গণভবন থেকে লুট হওয়া মালপত্র উদ্ধারে সংসদ ভবনের সামনে সকাল থেকে কাউন্টার খুলে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। গত শনিবার খোলা হয়েছিল ওই কাউন্টার। মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই কাউন্টারে একটি প্রিন্টার, একটি ওয়াকিটকি, কিছু বই, খেলনা, কয়েকটা মশলার কৌটো ও দুটি ব্লাউজ জমা পড়েছে। ‘স্বাধীন’ হওয়া বাংলাদেশে গণভবনে ওইদিনের লুটপাটে একটি জার্মান শেফার্ড কুকুর, হাঁস-মুরগি, পুকুরের কাতলা মাছ, মিক্সার গ্রাইন্ডার, টেবিল ও সিলিং ফ্যান, ডাবল ডোর ফ্রিজ, টিভি, রান্না করা খাবার, ফুলদানি, শাড়ি ও মহিলাদের অন্তর্বাস, এমনকী মশলার কৌটো ও বাসনপত্র লুটপাট করে আন্দোলনকারীরা। একটি বড় ট্রলি সমেত শাড়ি-গয়না নিয়ে পালানোর সময় সমাজমাধ্যমের ‘ভাইরাল’ ছবিতে ধরা পড়েন ঢাকার একটি বিশিষ্ট মহিলা আইনজীবী।     
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা