বিদেশ

প্রথমবার মুখ খুলে হিংসার বিচার চাইলেন শেখ হাসিনা

ঢাকা ও নয়াদিল্লি: বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে এই প্রথম মুখ খুললেন শেখ হাসিনা। বিক্ষোভের নামে খুন, ভাঙচুর ও তাণ্ডবকে ‘জঙ্গি কার্যকলাপ’ আখ্যা দিয়েছেন তিনি। নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি চেয়েছেন। তাই গোটা ঘটনার তদন্ত প্রয়োজন বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক্স হ্যান্ডেলে মায়ের বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা, সন্ত্রাস ও হিংসায় অনেক তাজা প্রাণ ঝরছে।... যাঁরা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শোকজ্ঞাপন করছি।’
আগামী ১৫ আগস্ট যথোচিত মর্যাদার সঙ্গে জাতীয় শোক দিবস পালনেরও ডাক দিয়েছেন হাসিনা। তিনি লিখেছেন, ‘আপনাদের কাছে আবেদন যথাযথ মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালন করুন।’ 
উল্লেখ্য, হাসিনার দেশত্যাগের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে হামলা চালানো হয়। ওই প্রসঙ্গ উল্লেখ করে হাসিনা বিবৃতিতে বলেছেন, দেশের স্বাধীনতার স্মৃতিবহনকারী জাদুঘরটিতেও হামলা চালানো হয়। তিনি বলেছেন, যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি..যাঁর নেতৃত্বে পেয়েছি স্বাধীন দেশ। লাখো শহিদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা