বিদেশ

মঙ্গলের মাটির গভীরে লুকিয়ে বিশাল মহাসাগর! হদিশ দিল ইনসাইট ল্যান্ডার

ওয়াশিংটন: পৃথিবীর মতো মঙ্গলও কি হয়ে উঠতে পারে মানুষের বসবাসের‌ যোগ্য? সেখানে কি জল রয়েছে? এমনই সব প্রশ্নের উত্তরের সন্ধানে চলছে নিরন্তর গবেষণা।  এরইমধ্যে চমকপ্রদ তথ্য সামনে এল। ভূপদার্থ বিজ্ঞানীদের অনুমান, মঙ্গলের মাটির গভীরে রয়েছে তরল অবস্থায় রয়েছে বিপুল পরিমাণ জল। এককথায় আস্ত একটি মহাসাগর। মঙ্গলের পৃষ্টের ১১.৫-২০ কিলোমিটার গভীরে রয়েছে এই বিশাল জল ভাণ্ডার। 
এই চাঞ্চল্যকর তথ্যের নেপথ্যে রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স ইনসাইট ল্যান্ডার।  পৃথিবীর পড়শি গ্রহের বুকে নিরন্তর অনুসন্ধান চালিয়েছে নাসার এই ল্যান্ডার। মার্স ইনসাইট ল্যান্ডারের পাঠানো সিসমিক তথ্য খতিয়ে দেখেই মনে করা হচ্ছে, মঙ্গলের পৃষ্টের নীচে রয়েছে বিশাল জলভাণ্ডার। সিসমিক ডেটা বা তথ্যের সাহায্যে মূলত মঙ্গল গ্রহে কম্পনের মাত্রা রেকর্ড করা হয়। এই তথ্যের সাহায্যেই বিস্তারিত গবেষণা করেছেন  বিজ্ঞানীরা। তাঁরা আরও জানাচ্ছেন, কোনও একসময় মঙ্গলে জল ছিল। কিন্তু প্রায় ৩০০ কোটি বছর আগে মঙ্গলের উপরিভাগ থেকে তা উধাও হয়ে যায়। মঙ্গলের এই জলচক্রকে ব্যাখ্যা করতে গিয়ে গবেষক বশন রাইট ও তাঁর সহকর্মীরা জলবায়ু পরিবর্তনের বিষয়টিকেও গভীরে পর্যবেক্ষণ করেছেন। সেই সূত্রেই তাঁদের দাবি, মঙ্গলে এই জলের উপস্থিতি আসলে অতীতে মঙ্গলের জলবায়ুর পরিস্থিতি ও প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দেয়।  
উল্লেখ্য, নাসার এই ল্যান্ডারের মিশন শুরু হয় ২০১৮ সালে। শেষ হয় ২০২২ সালে। এটি চার বছর ধরে মূলত মঙ্গলের কম্পনের মাত্রা, গতিপ্রকৃতি সংক্রান্ত তথ্য রেকর্ড করেছে।
নাসার ইনসাইট ল্যান্ডার।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা