বিদেশ

বাংলাদেশে খুনের মামলা রুজু হাসিনার বিরুদ্ধেই
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেখ হাসিনার বিরুদ্ধে ‘খুনের’ মামলা দায়ের হল বাংলাদেশে। কোটা বিরোধী আন্দোলন পর্বে গত ১৯ জুলাই পুলিসের গুলিতে মৃত্যু হয় ঢাকার মহম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদের। সেই আবু সায়েদকে খুনের অভিযোগে হাসিনা এবং তাঁর মন্ত্রিসভার দুই সদস্য ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং চার প্রাক্তন পুলিস কর্তার বিরুদ্ধে ওই খুনের মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। আমির হামজা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। রাজনৈতিক মহল মনে করছে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে ঢাকায় আওয়ামি লিগের জমায়েতে শামিল হতে পারেন হাসিনা—এমন একটা শঙ্কা থেকেই তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করিয়েছে অন্তর্বর্তী সরকার। লক্ষ্য, কোনওভাবে দেশে ফিরে এলে খুনের মামলায় তাঁকে এবং আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জেলে পোরা যায়। এই পর্বেই এদিন সন্ধ্যায় উৎখাত হওয়া মন্ত্রিসভার এক সদস্য আনিসুল হক এবং হাসিনার এক উপদেষ্টা সলমন এফ রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিস গ্রেপ্তার করেছে। আর একইসঙ্গে কফিনে শেষ পেরেক মেরে বাতিল করে দেওয়া হয়েছে ‘জাতীয় শোক দিবস’ই।
প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঢাকার ৩২, ধানমণ্ডির বাড়িতে বাংলাদেশ সেনার কয়েকজন কর্তা ও জওয়ানের গুলিতে সপরিবারে ঝাঁঝরা হয়ে যান বঙ্গবন্ধু মুজিবুর রহমান। ভারতে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও রেহানা। তারপর থেকে ওই দিনটি বাংলাদেশে জাতীয় শোকদিবস হিসেবে পালিত হয়ে আসছে। হাসিনা উৎখাতের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দর মহল এবং অন্তর্বর্তী সরকার তো বটেই, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজতে ইসলামের মতো সংগঠনও দিনটি পালনে ‘নিষেধাজ্ঞা’ জারি করতে চাইছিল। প্যারিস থেকে বসে এই বিষয়ে ক্রমাগত উস্কানি দিচ্ছিলেন আইএসআইপন্থী পিনাকী ভট্টাচার্য। তার উপর শোকদিবসের ছুটি বাতিলের দাবি তুলেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাথারাও। ইতিহাস মুছে ফেলার সেই আকাঙ্ক্ষাতেই সিলমোহর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা