বিদেশ

সেন্ট মার্টিন নিয়ে কোনও মন্তব্য করেননি মা, দাবি হাসিনা-পুত্রের

নয়াদিল্লি: গত ৫ আগস্ট পদত্যাগের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু সেই সুযোগ তাঁকে দেওয়া হয়নি। ওইদিন হাজার হাজার বিক্ষোভকারী গণভবন ঘেরাও করতে আসেন। তখন নিরাপত্তাজনিত কারণে হাসিনাকে তড়িঘড়ি পদত্যাগ করে দ্রুত দেশ ছাড়তে বলেন সেনাকর্তারা। পদত্যাগের আগের মুহূর্তে ও পরে হাসিনার যে বক্তব্য সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা বলে দাবি করলেন ছেলে সজীব ওয়াজেদ জয়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘সম্প্রতি আমার মায়ের পদত্যাগ নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি প্রকাশিত হয়েছে, সেটি পুরোপুরি মিথ্যা এবং বিকৃত করা হয়েছে। মায়ের সঙ্গে কথা বলার পরেই এব্যাপারে আমি নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে ও পরে কোনও বিবৃতিই দেননি। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মার যে রক্তব্য প্রকাশিত হয়েছে, তাও সম্পূর্ণ ভিত্তিহীন। মাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 
হাসিনার পদত্যাগের পর তাঁর মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি, কারণ মৃত্যুর মিছিল দেখতে চাইনি। ওরা (বাংলাদেশের বিরোধী দলগুলি) ছাত্রছাত্রীদের লাশ ডিঙিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তা হতে দিইনি। বাংলাদেশের কক্সবাজারের কাছে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ। তিন বর্গকিলোমিটার দীর্ঘ এই দ্বীপে আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করতে হাসিনা সরকারের অনুমতি চেয়েছিল বলে অভিযোগ। সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে না দেওয়ায় ক্ষমতাচ্যুত হতে হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়। যদিও এনিয়ে তাঁর মা কোনও বিবৃতি দেননি  বলে জানিয়েছেন জয়। এদিকে মাকে আশ্রয় দিয়ে ‘প্রাণ বাঁচানোর’ জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসিনা-পুত্র। এদিন আমেরিকা থেকে এক সাক্ষাৎকারে তদারকি সরকারের তীব্র সমালোচনা করেছেন । এই সরকার পুরোপুরি ভিত্তিহীন। দ্রুত গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা না হলে দেশে বিশৃঙ্খলা দেখা দেবে বলে আশঙ্কা জয়ের।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা