বিদেশ

হাসিনার গ্রেপ্তারির দাবি, ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুপিসারে দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। বছর ছাব্বিশের নাহিদের স্পষ্ট বার্তা, ‘ওঁর জমানায় দেশজুড়ে চলা হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের আন্দোলনেরও এটাই অন্যতম দাবি ছিল।’ পাশাপাশি, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও এদিন মুখ খুলেছেন নাহিদ। দেশ ছেড়ে হাসিনা ভারতেই আশ্রয় নিয়েছেন বলে খবর। সেবিষয়ে সদ্যগঠিত বাংলাদেশের তদারকি সরকারের ডাক, টেলি-যোগাযোগ এবং তথ্যমন্ত্রকের উপদেষ্টা নাহিদ বলেন, ‘ভারত সবসময় হাসিনা ও তাঁর দল আওয়ামি লিগের সম্পর্ক গড়ার পথে হেঁটেছে। কিন্তু গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেনি। আমরাও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু, দিল্লিকেও তাদের বিদেশনীতির পর্যালোচনা করতে হবে। নাহলে তারা গোটা দক্ষিণ এশিয়ার কাছে বড় সমস্যা হয়ে উঠবে।’ এদিন  হাসিনার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, ‘উনি কেন পালিয়ে গেলেন, তা নিয়ে আমাদের কৌতূহল রয়েছে। আমরা ওঁর গ্রেপ্তারি চাইছি। সেটা সাধারণ বিচার ব্যবস্থার মাধ্যমে হোক কিংবা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হোক। আমরা বিষয়টা আলোচনা করছি। যদি তিনি (হাসিনা) দেশে না ফেরেন, তাহলে আমরা ওঁকে ফেরানোর জন্যও সুনির্দিষ্ট পদক্ষেপ করব।’
 এদিকে, আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ জুড়ে যে অবাধ লুঠতরাজ ও অরাজকতা চলেছে, তাকে কোনওভাবেই সমর্থন করেন না ‘বিদ্রোহী’ পড়ুয়ারা। এনিয়ে এক সাক্ষাৎকারে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের হুঁশিয়ারির সুরে সাফ জানিয়ে দেন, সুযোগসন্ধানী ও সুবিধাভোগীরা নামে-বেনামে তাঁদের কলঙ্কিত করার চেষ্টা করছে। যারা এই কাজগুলি করছে, তাদের অবশ্যই সামনে এনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা