বিদেশ

অভিবাসন-বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে জ্বলছে ব্রিটেন, আতঙ্কে জনগণ

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: সাউথপোর্টে তিন নাবালিকার মৃত্যু  ঘিরে শুরু হয়েছে অতি ডানপন্থীদের অভিবাসন বিরোধী বিক্ষোভ। যার জেরে কার্যত বেসামাল ব্রিটেন। গত ১৩ বছরে এমন পরিস্থিতি দেখা যায়নি বলেই মনে করছেন সকলে। ম্যাঞ্চেস্টার, লিভারপুল, ব্রিস্টল সহ নানা শহরে অশান্তির আশঙ্কা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, ইট ছোড়া, দোকান ভাঙচুরের মতো নানা অপরাধমূলক কার্যকলাপের জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন শহরবাসী। মূলত টার্গেট অভিবাসীরা। জানা গিয়েছে, ৩৯টি অভিবাসন কেন্দ্রকে টার্গেট করেছে বিক্ষোভকারীরা। হামলার আশঙ্কায় প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন মানুষজন।
শ্রীলঙ্কান বংশোদ্ভূত চাণকা বালাসূর্যলার দোকানেও হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘সিসি ক্যামেরায় ওই দৃশ্য দেখে আমার সন্তানরা কাঁপছিল। ওরা কাঁদতে শুরু করেছিল। বাধ্য হয়ে ফুটেজটি বন্ধ করে দিই।’ বার্মিংহামে বসবাসকারী এক বাঙালি পরিবার বর্তমানকে জানিয়েছে, প্রায় ৩৫ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। আগে কখনও এমন দেখিনি। সম্প্রতি এথনিক সম্প্রদায়ের উপর যেভাবে হামলা হচ্ছে, তাতে একা হাঁটতেও ভয় লাগছে। ভয়ের বিবরণ দিতে গিয়ে এক দক্ষিণ এশীয় ব্যক্তি বললেন, এখন এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি। হ্যারো সহ লন্ডনের হিংসা কবলিত এলাকার মানুষদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, সাবধানে চলাফেরা করুন। বুধবার লন্ডনের দোকানপাট বন্ধ ছিল বা খুললেও তা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। পুলিস যে কোনও ধরনের অশান্তি রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এনিয়ে ক্রয়ডন কাউন্সিলের মুখপাত্র বলেন, ‘নেট দুনিয়ায় ক্রয়ডনে হামলার গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এরকম কোনও হিংসার ঘটনা ঘটেনি। ’ লন্ডনের মেয়র সাদিক খান জানান, এই ধরনের হামলার হতে পারে বলে আমিও শুনেছি। কিন্তু সবাইকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, আইন ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে পশ্চিম হারোর সাংসদ গারেথ থমাস জানান, ‘দেশের অন্যান্য প্রান্তের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমাদের সম্প্রদায়ের অনেকেই উদ্বিগ্ন। তবে আমি আত্মবিশ্বাসী এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর রয়েছে পুলিস।’ হ্যারোয় ৪৫ শতাংশের বেশি বাসিন্দা দক্ষিণ এশীয়। সাত শতাংশের কিছু বেশি কৃষ্ণাঙ্গ। প্রশাসনের তরফে বলা হয়েছে, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে এই ক্রমবর্ধমান হিংসার ঘটনায় মঙ্গলবার পর্যন্ত চারশোর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে প্রবীণ বৈষম্য বিরোধী সমাজকর্মী বলবিন্দর রানা জানান, ‘এর আগে কখনও এমন ঘটেনি। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি। এদের মূল লক্ষ্য হল আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া।’ এনিয়ে ব্রিটেনের সন্ত্রাস বিরোধী শাখার প্রাক্তন প্রধান নীল বাসু বলেন, ‘এগুলি জাতীয় নিরাপত্তার বিষয়। এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান রয়েছে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা