বিদেশ

লাগাতার লুটপাট-হত্যালীলা, নৈরাজ্য অব্যাহত বাংলাদেশে

ঢাকা: কোথাও ঘরে আগুন দিয়ে চলছে লুটতরাজ। কোথাও আবার ঘর থেকে বের করে এনে চলছে কোপানো। রোখা যাচ্ছে না উন্মত্ত হামলাকারীদের। ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে অসংখ্য থানা। যে ক’টি অক্ষত, সেখানে  পুলিসের নিরাপত্তাতেই বসাতে হয়েছে কড়া পাহারা। থানার গেটগুলিতে এখনও ঝুলছে বড় তালা। সেই গেটে লাঠি হাতে মোতায়েন আধাসামরিক বাহিনী ‘আফসার’। গত ৭২ ঘণ্টা ধরে গোটা বাংলাদেশ যেন এক নৈরাজ্যভূমি! প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ‘অভিভাবকহীন’ হয়ে পড়া আওয়ামি লিগকে তার ফল ভুগতে হচ্ছে আরও বেশি। সোমবার থেকেই বেছে বেছে হাসিনার দলের নেতা-কর্মীদের খুঁজে বের করে পিটিয়ে মারা হচ্ছে। মৃত্যু পরও রেহাই মিলছে না, প্রকাশ্য রাস্তায় মৃতদেহ বের করে এনে চলছে নারকীয় আক্রোশ মেটানোর পালা। মৃতদের পরিবারও হিংসার হাত থেকে ছাড় পাচ্ছে না। বুধবার আওয়ামি লিগের অন্তত ২৬ জন নেতার দেহ উদ্ধার হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিসের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। এদিন বঙ্গভবনে তাঁর সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ পুলিসের নবনিযুক্ত ডিজি মহম্মদ ময়নুল ইসলাম। সেখানেই তাঁকে অরাজকতা ও লুটতরাজ বন্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়।
সরকার পতনের পর অফিসকাছারি খুলেছে মঙ্গলবার। কিন্তু দ্বিতীয় দিনে সেখানেও হানা দিল বিক্ষোভ। এদিন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল ভবনে গভর্নরের অফিসের সামনে ঢুকে পড়েন একদল বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মী। তাদের চাপে সাদা কাগজে সই কপে পদত্যাগে বাধ্য হন কেন্দ্রীয় ব্যাঙ্কের চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এক শীর্ষ আধিকারিক। হামলা এড়াতে পারেনি ওপারের বিখ্যাত ফুটবল ক্লাব আবাহনীও। শেখ হাসিনার ভাই কামাল এই ক্লাবের প্রতিষ্ঠাতা। আবাহনীর চেয়ারম্যান, পরিচালকদের অনেকেই আওয়ামি লিগের মন্ত্রী, এমপি। কাজেই জনরোষ আছড়ে পড়েছে সেখানে। লুটপাটের পাশাপাশি চলেছে ট্রফি ভাঙচুর।
বগুড়ার ধুনট থানায় মঙ্গলবার থেকে পাহারা দিচ্ছিল স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা। রাতে সেই জায়গা নেয় আফসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরকমই অধিকাংশ থানায় অন্তত ৩০ জনকে মোতায়েন করা হয়েছে। তাদের ঘেরাটোপে নিরাপদ অনুভূব করছেন বলেই দাবি ধুনট থানার ভারপ্রাপ্ত অফিসার সৈকত হাসানের। বরিশালে শতাধিক পুলিস কর্মী বিক্ষোভ মিছিল করেছেন। তাঁদের সাফ কথা, ‘সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই হত্যার শিকার হয়েছি। আমা‌দের ছোট ভাইদের উপর গু‌লি চা‌লি‌য়ে‌ছি। আমা‌দের প‌রিবার ‌বিষয়‌টি‌কে মে‌নে নি‌তে পার‌ছে না।’ নিহত পুলিসদের পরিবারকে ক্ষতিপূরণ ও হত্যার বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, থানায় হামলার জেরে পুড়ে গিয়েছে প্রশ্নপত্র। সেই কারণে আগামী ১১ আগস্ট থেকে শুরু হতে চলা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের শিক্ষামন্ত্রক। পুলিসের অবর্তমানে ছাত্র-ছাত্রীরাই এখন রাস্তায়। ট্রাফিক সামলাতে নেমেছেন ছাত্র আন্দোলনের প্রায় দু’হাজার পড়ুয়া। এদিন সকালে রংপুরে যানচলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছে মেয়েরাও। এর মধ্যেই গৌরীপুর বাজারে একটি অটোরিকশ থেকে চাপাতি দিয়ে ছাত্রদের আক্রমণ করেন এক ব্যক্তি। ঘটনায় ১০-১২ জন আহত হন। পরে গণপিটুনিতে মৃত্যু হয় হামলাকারীর। 
‘মা-মাটি-দেশ’ স্লোগানে শক্তি প্রদর্শন জিয়ার বিএনপির। ঢাকায় বুধবার তোলা পিটিআইয়ের ছবি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা