বিদেশ

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত, আমেরিকায় ধৃত পাক নাগরিক

ওয়াশিংটন: রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্তের অভিযোগে এক পাক নাগরিককে গ্রেপ্তার করল মার্কিন গোয়েন্দা সংস্থা। ৪৬ বছরের ওই অভিযুক্তের নাম আসিফ মার্চেন্ট। তার সঙ্গে ইরানের  ঘনিষ্ঠ যোগাযোগের কথাও প্রকাশ্যে এসেছে বলে খবর। 
এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার রে জানিয়েছেন, অর্থের বিনিময়ে ওই ব্যক্তি সাংঘাতিক খুনের চক্রান্ত করেছিল। প্রাক্তন প্রেসিডেন্ট সহ ট্রাম্প সহ একাধিক মার্কিন হেভিওয়েট নেতাকে হত্যার ছক কষা হয়েছিল।  এর নেপথ্যে ইরানের হাত রয়েছে বলেই দাবি করেছেন তিনি। মার্কিন বিচার বিভাগ সূত্রে খবর, পাকিস্তান থেকে আমেরিকায় পৌঁছনোর আগে ধৃত বেশ কিছুদিন ইরানে কাটিয়েছে। গোয়েন্দাদের অনুমান, হত্যাকাণ্ডের জন্য যাদের ‘সুপারি’ দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে দেখা করতেই আসিফ গত জুন মাসে আমেরিকায় আসে। এই ঘটনার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার দুই আধিকারিকের নাম জড়িয়ে গিয়েছে। তাঁদের   আগাম ৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয় বলেও জানতে পেরেছে এফবিআই।  আসিফের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন গোয়েন্দারা। এরমধ্যেই আমেরিকা ছাড়ার পরিকল্পনা করে ওই পাক নাগরিক।  তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।  এই ঘটনা সামনে আসার পরই  ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত মাসে প্রচার চলাকালীন ট্রাম্পের উপর হামলার সঙ্গে আসিফের কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা