বিদেশ

ঢাকার ভারতীয় দূতাবাসে কমছে কর্মী, দফায় দফায় বৈঠকে দোভাল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৈরি থাকতে বলা হয়েছে সেনাকে। বিএসএফের প্রতিটি পোস্টে বাহিনী বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় অবস্থিত ভারতের দূতাবাসে কর্মী অফিসারের সংখ্যা কমানো শুরু হয়েছে। জরুরি কিছু কর্মী-অফিসার ছাড়া কাউকে রাখা হবে না বাংলাদেশের ভারতীয় দূতাবাসে।  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিগত ৪৮ ঘণ্টায় লাগাতার আইবি, র, মিলিটারি ইনটেলিজেন্সের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। দোভালের নেতৃত্বে আইবি টিম গুরুত্বপূর্ণ কিছু সীমান্ত পরিদর্শনেও যেতে পারেন বলে শোনা যাচ্ছে। বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়া কোনও মন্ত্রীকে বয়ান দিতে নিষেধ করা হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ ইস্যুতে সম্পূর্ণ নীরব। এই তথ্যগুলি থেকে যে প্রশ্ন ও জল্পনা প্রবল আকার ধারণ করেছে, সেটা হল, ভারত সরকারের অন্দরে কি কোনও বাংলাদেশ প্ল্যান রয়েছে? ভারতের সবথেকে বড় উদ্বেগ ও সঙ্কট হল, শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করার পর ৭২ ঘণ্টা ধরে বাংলাদেশ সরকার অভিভাবকহীন। চরম নৈরাজ্য এবং অরাজকতা চলছে। ভারতের অতি সক্রিয় হওয়ার কারণ, আশঙ্কা সত্যে পরিণত হচ্ছে। দলে দলে উদ্বাস্তু পালিয়ে আসছে সীমান্তের দিকে। সংসদে বিদেশমন্ত্রীর বিবৃতির পরও হিন্দু নির্যাতন বন্ধ হয়নি। বরং জেলায় জেলায় ডাকাতি শুরু হয়েছে। ভারত সরকার জানতে পারছে, যারা ছিল আন্দোলনকারী, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা বা সদস্যদের এখন আর  দেখা যাচ্ছে না। 
বাংলাদেশের নৈরাজ্য ও অরাজকতা নিয়ে কঠোর অবস্থান নিতে চলেছে ভারত। যার প্রথম পদক্ষেপ শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ হতে চলেছে অনির্দিষ্টকাল। সরকারি সূত্রের খবর, শেখ হাসিনা যতক্ষণ না কোনও দেশে রাজনৈতিক আশ্রয়ের নিশ্চিত আশ্বাস এবং স্থায়ী বসবাসের অনুমোদন পাবেন, ততদিন তাঁকে ভারতে থাকার অনুমতি দেওয়া হবে। কূটনৈতিক প্রটোকলের প্রেক্ষিতে এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে অন্তর্বর্তী সরকার গঠনের আগেই বার্তা দেওয়া হল, ভারত হাসিনার রাজত্বকালকে মোটেই স্বৈরতন্ত্রী এবং অগণতান্ত্রিক মনে করে না। বরং দিল্লি তাঁর পাশেই থাকছে। শেখ হাসিনা সীমান্ত শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। ভারতে জঙ্গী পাচার বন্ধ হয়ে গিয়েছিল। জোরদার দ্বিপাক্ষিক বাণিজ্যে দু পক্ষেরই মুনাফা হয়েছে। নতুন নির্বাচিত সরকার গঠিত হলে, তাদের মনোভাব এবং শর্তাবলি যাচাই করে ভারত স্থির করবে তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে। ভারতের সবথেকে বড় সমস্যা হয়েছে, কার সঙ্গে কথা বলবে? ভারতীয় দূতাবাস বাংলাদেশের সেনা বাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা রয়েছে এরকম কেউ বাংলাদেশে নেই। সেকথা দূতাবাস জানিয়ে দিয়েছে দিল্লিকে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা