বিদেশ

জামাইয়ের মাথায় কাঁটার মুকুট, বলছেন মহম্মদ ইউনুসের শ্বশুরবাড়ির লোকজন

সুখেন্দু পাল, বর্ধমান: বর্ধমানের জামাই মহম্মদ ইউনুসই শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে বসতে চলেছেন। তিনি যে বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন সেবার শ্বশুরবাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল। সেটা হওয়ারই কথা। তারপর থেকে জামাইকে সারা বিশ্ব এক নামে চেনে। এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের চেয়ারে বসতে যাচ্ছেন। কিন্তু সেই উচ্ছ্বাস নেই। তিনি কাঁটার মুকুট পরছেন না তো! এমন সংশয় শ্যালক বা অন্য আত্মীয়দের মধ্যে রয়ে গিয়েছে। দোলাচলে রয়েছেন তাঁরা। উৎসবের সেই আবহ নেই। বরং চিন্তা বেড়েছে। 
যে দেশ জাতির জনককে ভুলে যায় তারা নোবেল জয়ীকে মনে রাখবে তো? এমনই প্রশ্ন বর্ধমানের লস্করদিঘিতে কান পাতলে শোনা যাচ্ছে। এই এলাকারই মেয়ে আফরোজা ইউনুস বর্ধমানে স্কুলের পড়া শেষ করার পর এক দাদার সঙ্গে ঢাকা চলে গিয়েছিলেন। সেখানেই তাঁর উচ্চশিক্ষা। পরে তিনি অধ্যাপিকার চাকরি পান। ঢাকাতেই তাঁর সঙ্গে মহম্মদ ইউনুসের পরিচয় হয়। তাঁরা বিয়ে করেন। তারপর একবার বর্ধমানে শ্বশুরবাড়িতেও তিনি এসেছিলেন। তাঁর শ্যালক আসরাফুল হোসেন প্রতি বছরই দিদি জামাইবাবুর বাড়িতে যান। দিদির শারীরিক অবস্থা ভালো নয়। আগে তিনি ফোন করতেন। এখন তেমন কথা হয় না। তবে দিদি এবং জামাইবাবুর প্রতি আসরাফুলের টান অটুট রয়েছে। তিনি বলেন, জামাইবাবু অনেক আগেই বিশ্বখ্যাত হয়ে গিয়েছেন। তাঁকে সম্পূর্ণ ক্ষমতা দিলে ভালোভাবেই দেশ চালাতে পারবেন। সেই দক্ষতা, যোগ্যতা সবকিছুই তাঁর রয়েছে। তবে পিছু থেকে টান দিলে চলবে না। তাঁকে তাঁর মতো করে দেশ চালাতে দিতে হবে। গত বছরও ওঁদের বাড়িতে গিয়েছিলাম। এক ভাগ্নি রয়েছে। সেও চাকরি করে। ইউনিসের আর এক আত্মীয় শেখ কলিমুদ্দিন বলেন, কী হবে কিছুই বোঝা যাচ্ছে না। কোনও ভুলভ্রান্তি হলে ওঁর উপর চাপ বাড়বে। ওঁকে কতটা ক্ষমতা দেওয়া হবে সেটাও দেখার রয়েছে। বাংলাদেশের এখন যে অবস্থা দেখছি তাতে চিন্তা রয়েছে। এরকম হিংসা, নৈরাজ্যকে সমর্থন করা যায় না। শান্তি চাই। আর এক আত্মীয় বলেন, ইউনিসের স্ত্রী সুস্থ থাকা অবস্থায় প্রায়ই বর্ধমানে আসতেন। তাঁর অনেক বন্ধু এখানে রয়েছেন। তাঁদের সঙ্গেও তিনি দেখা করতেন। ইউনুস সাহেব বিয়ের পর একবারই এসেছিলেন। তবে তিনি শ্বশুরবাড়ির লোকজনের খবর নিতেন। শ্বশুর, শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছেন। দুই শ্যালক রয়েছেন। তাঁদের একজন বর্ধমানে থাকেন। অন্যজন বিদেশে কর্মরত।
অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর শ্বশুরবাড়িতেও চর্চা শুরু হয়ে গিয়েছে। জামাইকে নিয়ে অহংকার রয়েছে। পাশাপাশি সংশয়ও দানা বেঁধেছে। তিনি যে মুকুট মাথায় তুলে নিতে চলেছেন সেটা কাঁটা নাকি ফুলের হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ ওই দেশের অতীত ইতিহাস মোটেও সুখকর নয়। সেটা তাঁরা ভালোই জানেন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা