বিদেশ

পড়ুয়া সেজে উস্কানি ১৬ পাক চরের, তারেকের ইন্ধনে দু’বছর ধরে প্ল্যান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) ‘অনুপ্রবেশ’ নিয়ে নিশ্চিত গোয়েন্দারা। ভুয়ো ‘ডিসপ্লে পিকচার’ (ডিপি) বানিয়ে, পড়ুয়া সেজে দু’মাস ধরে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ‘উস্কানি’ দিয়ে গিয়েছে পাক চররা। আর এদের সাহায্য করেছে জামাতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির (আইসিএস)। সোশ্যাল মিডিয়ায় এরা কেউ ঢাকা, কেউ সিলেট, কেউ চট্টগ্রাম, কেউ জাহাঙ্গির আবার কেউ নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিয়েছে। এবং লাগাতার শেখ হাসিনা সরকার ও ভারত বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এরকম ১৫-১৬ জন পাক চরের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এদের মধ্যে তিন-চারজন পাকিস্তানের হলেও বাকিরা বাংলাদেশের নাগরিক। পাশাপাশি গোয়েন্দারা জেনেছেন, আন্দোলন পর্বে আইএসআই তিনজন মহিলা সহ তার বেশ কয়েকজন ‘ডিপ অ্যাসেট’কে বাংলাদেশে পাঠিয়েছে। তারা ছোট দলে ভাগ হয়ে তিন দফায় গত ১০ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে করাচি হয়ে ঢাকায় পৌঁছেছে। তারপরই বৈঠক করেছে বাংলাদেশের জামাত আমির শফিকুর রহমানের সঙ্গে। তবে হাসিনাকে উৎখাত এবং ভারত বিরোধিতার এই প্ল্যান গত দু’বছর ধরে লালিত হয়েছে লন্ডন নির্বাসিত খালেদাপুত্র তারেক রহমানের মাধ্যমে। 
এই পর্বেই গোয়েন্দারা জেনেছেন, কোটা ও বৈষম্য বিরোধিতায় ছাত্রদের অংশগ্রহণ অনেকটাই ছিল স্বতঃস্ফূর্ত। সেই সুযোগ কাজে লাগিয়েই ভারত বিরোধিতার বাড়তি ঝাঁঝ জুড়ে দিতে আইএসআই আসরে নামায় তাদের ঢাকা ডেস্ককে। ৭১’এর যুদ্ধে গোহারা হারার পর বাংলাদেশ তথা ভারত বিরোধী জিগির চালিয়ে যেতে স্পেশাল ডেস্ক বানিয়েছিল আইএসআই। ভারতের ক্ষেত্রে যা ‘অপারেশন টোপাজ’ আর বাংলাদেশের ক্ষেত্রে ‘অপারেশন সাইক্লোন’। জনআন্দোলনের আড়ালে সেই অপারেশন সাইক্লোনকেই ফের সক্রিয় করেছে ইসলামাবাদ। যোগ্য সঙ্গত দিয়েছে জামাত এবং আইসিএস। গোয়েন্দারা বলছেন, গত জানুয়ারি মাসে ‘বিতর্কিত’ নির্বাচন শেষে শেখ হাসিনা চতুর্থবার ক্ষমতায় আসার পরই সক্রিয় হয়ে ওঠেন বিএনপির ‘প্রধান’ তারেক রহমান এবং প্যারিসে নির্বাসিত ডাঃ পিনাকী ভট্টাচার্য। আসরে নেমে পড়েন বিএনপির সংযুক্ত আরব আমিরশাহির প্রধান জাকির হোসেনও। গোয়েন্দারা বলছেন, আইএসআইয়ের সঙ্গে বিএনপির যোগসূত্রের কাজ করতেন এই জাকির। জাকিরের মধ্যস্থতায় একবার জেড্ডা এবং চলতি বছরের জানুয়ারি মাসে লন্ডনে আইএসআইয়ের দুই আধিকারিক  প্রাক্তন পাক সেনা কর্তা জাভেদ মেহেদি এবং শাহিদ মেহেমুদ মহম্মদ শরিফের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সেখানেই ঠিক হয়, হাসিনাকে সমর্থন করার জন্য এবার ভারত বয়কটের আন্দোলন শুরু হোক। তারেকের নির্দেশে সমাজমাধ্যমে শুরু হয় ‘ইন্ডিয়া আউট’ এবং ‘বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস’ অভিযান। প্যারিসে বসে যা সমাজমাধ্যমে শুরু করেছিলেন পিনাকী ভট্টাচার্য। তারপর থেকে ক্রিকেটই হোক, ফুটবল কিংবা বাণিজ্য, আইএসআইএয়ের পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশিরা লিখতে শুরু করে ‘ইন্ডিয়া চুর’, ‘বয়কট ইন্ডিয়া’।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা