বিদেশ

মুক্ত খালেদা, সরকারের প্রধান নোবেলজয়ী ইউনুস

ঢাকা: মুক্ত খালেদা জিয়া। সোমবার রাতে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ঘোষণার পর মাত্র কয়েক ঘণ্টা। মকুব হয়ে গেল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও অন্যান্য মামলায় তাঁর ১৭ বছরের সাজা। কয়েকদিন আগেও যে বিএনপি এবং তাদের চেয়ারপার্সনের ছবি ক্ষমতার অলিন্দে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আজ তিনিই সরকারের অন্যতম দাবিদার। আর মহম্মদ ইউনুস। নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাঁকেই তো একসময় শেখ হাসিনা কটাক্ষ করেছিলেন ‘দেশের শত্রু’, ‘রক্তচোষা’ বলে। আর সেই হাসিনার পতনের পর ইউনুসই হতে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান! তাঁর হাতেই এখন বাংলাদেশের ভবিষ্যৎ। মঙ্গলবার ওই পদে তাঁর নাম প্রস্তাব করে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্যারিসে বসে ৮৩ বছর বয়সি ইউনুসও জানিয়ে দেন, ছাত্রদের অনুরোধ তিনি ফেলতে পারবেন না। রাতে  তাঁর নামে সিলমোহর পড়ে রাষ্ট্রপতির ডাকা বৈঠকেও।
পুলিস নেই, প্রশাসন নিখোঁজ, আইন-শৃঙ্খলা উধাও... প্রশ্ন উঠছে, এর শেষ কোথায়? অন্তর্বর্তী সরকারে? সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে দেশের নিয়ন্ত্রণ হাতে নিয়েছিলেন সেনাপ্রধান। বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়সীমা কমছে, কিন্তু চূড়ান্ত হচ্ছে না সেই সরকারের রূপরেখা। এদিনই জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। সমাধানসূত্রের খোঁজে সন্ধ্যায় নিজের সরকারি বাসভবন ‘বঙ্গভবন’-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দলের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন। ইতিমধ্যেই ছাত্রদের দাবি মেনে গত এক জুলাই থেকে বন্দি থাকা আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। রাতে তাঁর প্রেসসচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, এদিনের বৈঠকেই ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করায় আপত্তি জানায়নি জামাত-ই-ইসলামি। এক যুগ পর এদিন কট্টরপন্থী এই দলটি ঢাকায় নিজেদের কার্যালয়ে প্রথম সাংবাদিক বৈঠক করে। অন্তর্বর্তী সরকার গঠনে বিএনপির পাশাপাশি তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। এদিন এই দুই দলের দুশোর বেশি নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত। তবে শুনানিতে পুলিস বা সরকারি আইনজীবী ছিলেন না। শুধু তাই নয়, ঢাকায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ‘আয়নাঘর’-এ দীর্ঘদিন ধরে গুম করে রাখা হয়েছিল জামাতের প্রাক্তন আমির গোলম আজমের ছেলে তথা বরখাস্ত সেনাকর্তা আমান আজমিকে। তিনি এদিন মুক্তি পেয়েছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আহমাদ বিন কাসেমকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করতে চেয়ে আজ, বুধবার ঢাকার নয়া পল্টনে সমাবেশ করতে চলেছে বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন খালেদা-পুত্র তারেক রহমান। নির্বাসন কাটিয়ে তিনি দেশে ফিরবেন নাকি ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা