বিদেশ

সামান্য সন্দেহ হলেই ধেয়ে আসছে প্রশ্ন, কড়া নিরাপত্তায় বাংলাদেশ হাই কমিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সপ্তাহ কয়েক সামান্য শিথিল হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু সোমবার নাটকীয় পট পরিবর্তন হতেই দিল্লিতে কড়া সুরক্ষা বলয়ে ঢেকে গেল বাংলাদেশ হাই কমিশনের কার্যালয়। রাজধানী দিল্লির অভিজাত এস রাধাকৃষ্ণ মার্গ। আশেপাশে ছড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি দেশের দূতাবাস কিংবা হাই কমিশনের অফিস। বাংলাদেশ হাই কমিশনের কার্যালয় যেখানে, তার ঠিক উল্টোদিকেই বিদেশমন্ত্রকের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। ফলে স্বাভাবিক নিয়মেই সবসময়ই এই চত্বরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা থাকে। যা থাকে না, তা হল এমন চাপা টেনশনের আবহ। বাংলাদেশে পট পরিবর্তনের পর দিল্লির এস রাধাকৃষ্ণ মার্গের প্রায় সর্বত্রই যেন ছাইচাপা টেনশনের পরিস্থিতি। সবসময়ই একটা কী হয়, কী হয় ভাব। 
মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কার্যালয়ে পৌঁছে দেখা গেল, পুলিস, আধা সামরিক বাহিনীর জওয়ান, ব্যারিকেডে একপ্রকার ছয়লাপ করে দেওয়া হয়েছে এলাকা। দিনরাত এক করে চলছে কড়া নজরদারি। বাংলাদেশ হাই কমিশনের পাশেই তৈরি হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানদের অস্থায়ী ছাউনি। পথচারী হোক কিংবা বাইক, গাড়ির সওয়ারি - গতিবিধি সামান্যতম সন্দেহজনক মনে হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। কোথায় যাবেন, এখানে হাঁটা থামাচ্ছেন কেন, গাড়ির গতি কম কেন - এমন হাজারো প্রশ্নবাণ ধেয়ে আসছে মুহূর্তেই। বাংলাদেশ হাই কমিশনের সামনে অযথা দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। বাংলাদেশ হাই কমিশনের রিসেপশন অফিস থেকে প্রত্যেককেই সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, ভিতরে যাওয়ার কোনও অনুমতি নেই। কারও সঙ্গে দেখা করতে হলে আগে লিখিত অনুমোদন নিতে হবে। 
সেই বার্তা রিসেপশন অফিসে এলে তারপর ভিতরে যাওয়ার ছাড়পত্র মিলবে। এ ব্যাপারে কোনওরকম অনুরোধে কাজ হবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভিতরে যেতে হলে বাইরে রিসেপশন অফিসেই জমা রাখতে হচ্ছে মোবাইল, ক্যামেরা কিংবা অন্যান্য ইলেক্ট্রনিক গেজেটস। অথবা আপাত সন্দেহজনক কিছু মনে হলে সেটিও ভিতরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। জমা করে টোকেন নিতে হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বললেন, অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন। কিন্তু আমাদের কিছু করার নেই। এমন কড়াকড়িরই নির্দেশ এসেছে। হাই কমিশন কিংবা দূতাবাসগুলিতে ভিজিটরদের জন্য কড়াকড়ি থাকেই। তবে বাংলাদেশ হাই কমিশনকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা