বিদেশ

চলতি আগস্টেই খতমের ছক ছিল, ভারতের কাছে সাহায্যও চান বিপন্ন হাসিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আগস্টেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাকে খতমের ছক কষা হয়েছিল। পাক মদতপুষ্ট বাংলাদেশের ‘আততায়ী’র উপর এই ছক রূপায়ণের দায়িত্ব বর্তেছিল। বঙ্গবন্ধুর মতোই  বাসভবনে ঢুকে তাঁর দুই মেয়েকে কীভাবে খুন করা হবে তার রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছিল। রেকি সেরে ফেলেছিল ভাড়াটে খুনিরা। এই কাজে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ মদত দিচ্ছিল। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা এই তথ্য জানার পর সতর্ক করেছিলেন হাসিনা সরকারকে। এরপরই ৩১ জুলাই আওয়ামি লিগের নেত্রী ভারতীয় হাইকমিশনে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে সাহায্যও চান। তাঁকে জানানো হয়, পরিস্থিতি বিগড়ে গেলে তিনি ভারতে আশ্রয় নিতে পারেন।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, হাসিনা সরকারের বিরুদ্ধে জামাত-বিএনপি তলায় তলায় সলতে পাকানো শুরু করে দু-বছর আগে। বাংলাদেশের বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামাতের প্রতি সহানুভূতিশীল ছাত্র-ছাত্রীদের এককাট্টা করা হয়। তাঁদের মাধ্যমে বাকি ছাত্রদের উদ্বুব্ধ করানোর কাজটি সারেন ইসলামি ছাত্র শিবিরের (আইসিএস) নেতারা। এই প্রস্তুতির খবর জানতেন বাংলাদেশের সেনা কর্তা, পুলিস ও গোয়েন্দা বাহিনীর কর্তাদের একাংশ। যদিও এই নিয়ে তাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোনও রিপোর্টই দেননি।
গোয়েন্দা সূত্রে খবর. জামাত নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছিলেন আইএসআইয়ের আধিকারিকরা। পাক গুপ্তচর সংস্থার কর্তারা জামাত ও চীনের  সঙ্গে সম্বন্বয় করছিলেন। জামাতের থিঙ্কথ্যাঙ্ক গ্রুপের সদস্যরা পাকিস্তানে গিয়ে দেখা করেন আইএসআইয়ের ‘টপ বসেদের’ সঙ্গে। ঠিক হয়, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে  ছাত্রদের সংগঠিত করে রাস্তায় নামানো হবে। পিছনে থাকবেন জামাত নেতারা। মুভমেন্টের জন্য প্রয়োজনীয় টাকা চীন থেকে পাকিস্তানে পৌঁছবে। সেখান থেকে যাবে দুবাইতে। এখানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের অ্যাকাউন্ট ঘুরে তা আইসিএস নেতাদের অ্যাকাউন্টে ঢুকবে। পরিকল্পনামতো তা পৌঁছেও যায়।
গোয়েন্দারা জেনেছেন, আন্দোলনের সামনে সারিতে যে সমস্ত আইসিএস নেতা ছিলেন, তাঁদের অনেকেরই প্রশিক্ষণ হয়েছে পাকিস্তানে। আইএসআই তাঁদের শিখিয়েছে, বন্দুক চালানো, জঙ্গি কায়দায় থানায় ঢুকে হামলা ও পুলিস কর্মীদের খুন করে অস্ত্র লুটের কৌশল। পাশাপাশি আইসিএস’কে বোঝানো হয়, আন্দোলনকারীর সংখ্যা সেনা ও পুলিসের চাইতে অন্তত পাঁচগুণ বেশি হতে হবে। যাতে অনায়াসে প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার দখল নেওয়া যায়। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, আইএসআই-জামাত নেতৃত্ব ঠিক করে মুজিবুরের মতোই আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনার বাসভবনে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে তাঁদের পুরো পরিবারকে শেষ করা হবে। এরজন্য বাছাই করা ‘আততায়ী’দের পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণ  হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবাতার পরে হাসিনা বুঝতে পারেন, তাঁর সেনা ও পুলিসের একটা বড় অংশ তথ্য গোপন করেছে। বড়সড় বিপদের সম্মুখীন হতে চলেছেন তিনি ও তাঁর পরিবার। ঢাকায় থাকা পরিবারের কয়েকজন সদস্যকে তড়িঘড়ি বিদেশে পাঠিয়ে দেন। এরপরই সাহায্য চান ভারতের।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা