বিদেশ

পদ্মপারে একাধিক জেল ভেঙে পলাতক জঙ্গিরা, চিন্তা এপারে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে একের পর জেল ভাঙার ঘটনা ঘটছে। জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা কারাগার ভেঙে ছাড়িয়ে নিয়ে গিয়েছে ভারত বিরোধী নাশকতায় যুক্ত আনসারুল্লা বাংলা টিম (এবিটি), খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর কয়েকশো জঙ্গিকে। একইসঙ্গে ভারতে মাদক ও সোনা পাচার, জাল নোট, অস্ত্র চোরাকারবারে অভিযোগে সেদেশে ধরা পড়া জেলবন্দিরাও পালিয়ে গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এরপরই আতঙ্ক বেড়েছে এপার বাংলায়। জেল থেকে মুক্তি পাওয়া জঙ্গি গোষ্ঠীর নেতারা নতুন করে সংগঠন তৈরি করে ভারতের উপর চাপ বাড়াবে, তা বুঝতে পারছেন গোয়েন্দারা। সেই কারণে  এবিটি, জেএমবি সহ বাংলাদেশের যে সমস্ত জঙ্গিরা এদেশে রয়েছে তাদের গতিবিধি নিয়ে খোঁজখবর শুরু হয়েছে বলে খবর।
হাসিনার দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় লুটতরাজ। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা চালায় উন্মত্ত জনতা।  আওয়ামী লিগের সদর দপ্তরসহ মন্ত্রী-নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় আন্দোনকারীরা। চরম বিশৃঙ্খলার মধ্যেই সোমবার রাতে শেরপুর জেলে হামলা চালায় উন্মত্ত জনতা। সেখান থেকে ৫০০’র বেশি বন্দিকে নিয়ে পালায় তারা, লুট হয় অস্ত্রশস্ত্র। এখানে বন্দি ছিল জেএমবি, এবিটি, হুজির প্রায় ৫০ জন সদস্য। এরপর নরসিংদি, বগুড়া ও সাতক্ষীরা জেলেও হামলা চালিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় বন্দিদের। মঙ্গলবার সকালে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ভাঙার চেষ্টা চালায় উন্মত্ত জনতা। সেনা জওয়ানরা কোনওক্রমে পরিস্থিতি সামাল দেন। 
এদিকে সাতক্ষীরা জেলে বন্দি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যুক্ত দুই জেএমবি নেতা সহ বেশ কয়েকজনকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। চলতি বছরের জুন মাসে ধরা পড়া শাহাদাত আল হিকমার জঙ্গিরাও এই পর্বে পালিয়ে গিয়েছে বলে খবর। এই সংগঠনের জাল এই রাজ্যে ছড়িয়ে পড়েছিল। যে কারণেই উদ্বেগ বেড়েছে গোয়েন্দাদের। কোন কোন জঙ্গি জেল থেকে পালিয়েছে তার তালিকা তৈরি করছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা আশঙ্কা করছেন এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর সদস্যরা বাইরে আসায় জঙ্গি সংগঠনগুলি আবার সক্রিয় হয়ে উঠবে। ঘটনাচক্রে তাদের প্রত্যেকের শিকড় রয়েছে এই রাজ্যে। এমনকী ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সদস্যরা ছড়িয়ে রয়েছে। গোয়েন্দারা বলছেন, স্বাভাবিকভাবেই কারাগার ভেঙে বাইরে আসা জঙ্গিরা এপার বাংলার সতীর্থদের সঙ্গে যোগাযোগ করে এখানে ঝিমিয়ে পড়া সংগঠন চাঙ্গা করার চেষ্টা করবে। সেই কারণেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যদের মধ্যে কারা বাংলাদেশে নিয়মিত কল করেছে এবং কাদের সঙ্গে যোগাযোগ করেছে, তার তথ্য জোগাড় শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা