বিদেশ

বাংলাদেশ ছাড়তে গিয়ে ধৃত সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মেহমুদ

ঢাকা: ৪ আগস্টের রাত। গণভবনে তিন সেনাপ্রধানের মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাগে-ক্ষোভে মুখ লাল। টেবিল চাপড়ে চিৎকার করে বললেন, ‘আমি দেশ ছাড়ব না।’ পরদিন দুপুরেই আমূল বদলে যায় ছবিটা। প্রথমে পদত্যাগ। তার পরেই বোনকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। গোপনে উড়ে যান ভারতে। তার আগেই অবশ্য পরিস্থিতি বেগতিক বুঝে দেশ ছেড়ে পালিয়েছিলেন একাধিক মন্ত্রী ও আওয়ামি লিগের প্রথমসারির নেতা। কিন্তু আবার অনেকেই দেশ ছাড়ার সুযোগ পাননি। এখন পালাতে গিয়ে বিপদে পড়ছেন তাঁরা। মঙ্গলবার বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় সদ্যপ্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মেহমুদকে। বিদেশ যাওয়ার পথে আটকে দেওয়া হয় প্রাক্তন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও।
জানা গিয়েছে, আওয়ামি লিগের একাধিক নেতা-মন্ত্রী ভরসা রেখেছিলেন দলনেত্রীর উপর। ভেবেছিলেন, পরিস্থিতির মোকাবিলা করবেন বঙ্গবন্ধু কন্যা। বাস্তবে তা হয়নি। হাসিনার বাংলাদেশ ত্যাগের খবর সামনে আসতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে যায় বাকি নেতা-মন্ত্রীদের মধ্যে। মঙ্গলবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান হাসান মাহমুদ। সঙ্গে সঙ্গে তাঁকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনিই প্রথম সদ্য প্রাক্তন মন্ত্রী যাঁকে গ্রেপ্তার করা হল। সোমবার হাসিনার পদত্যাগের পর থেকেই বেপাত্তা ছিলেন হাসান। তিনি কোথায় রয়েছেন, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন অনেকে।
এদিন দেশ ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হন বাংলাদেশের আর এক সদ্য প্রাক্তন মন্ত্রী। ঢাকা বিমানবন্দরে আটকে দেওয়া হয় প্রাক্তন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সূত্রের খবর, দিল্লিতে আসার জন্য দুই সহকারীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।কিন্তু তাঁকে আটকে দেয় বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগ। ছাত্র আন্দোলন পর্বে আওয়ামি লিগের যে নেতারা সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পলক। তাঁর বিরুদ্ধে বারংবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। সারা দেশে ইন্টারনেট বন্ধ থাকার সময় তাঁর ফেসবুক কীভাবে চালু ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন পড়ুয়ারা। এদিন নাটোরের সিংড়ায় পলকের বাসায় বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে বলেও জানা গিয়েছে।
প্রাক্তন প্রতিমন্ত্রী পলকের মতোই বিদেশে যেতে দেওয়া হয়নি ছাত্রলিগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলিগের সভাপতি রিয়াজ মাহমুদকেও।  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের আটকে দেওয়া হয়।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা