বিদেশ

 সরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর ছবি, বই, নিউইয়র্কে বাংলাদেশি দূতাবাসে চলল বিক্ষোভ, কথা কাটাকাটি

নিউ ইয়র্ক: বাংলাদেশের অশান্তির আঁচ এবার মার্কিন মুলুকেও। নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে ঢুকে রীতিমতো জোর করে শেখ মুজিবুর রহমানের ছবি, বই সরিয়ে দিল একদল বিক্ষোভকারী। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বদলে গিয়েছিল ‘এক দফা’ দাবিতে। ক্রমশ বাড়তে থাকা চাপের মুখে নতি স্বীকার করে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। বোনকে নিয়ে দেশ ছাড়েন তিনি। এর পরেই ঢাকায় তাঁর বাসভবনে ঢুকে লুটপাট চালায় আন্দোলনকারীরা। বিভিন্ন জায়গায় ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তি। সেই ঘটনার রেশ আর শুধু পদ্মাপারেই আটকে নেই। ছড়িয়েছে দেশের বাইরেও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে,কয়েকজন বিক্ষোভকারী ঢুকে পড়ে নিউইয়র্কে বাংলাদেশের দূতাবাসের ভিতরে। তাদের অনেকেরই মাথায় বাংলাদেশের পতাকা, লাল ফেট্টি। জোর করে তারা কনসাল জেনারেল মহম্মদ নাজিমুল হুদার অফিসে ঢোকার চেষ্টা করেন। প্রাথমিকভাবে কনস্যুলেটের কর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হটিয়ে ঘরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। কনসাল জেনারেল নাজিমুল হুদার সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। কেন দেওয়ালে বঙ্গবন্ধুর ছবি ঝুলছে, তা নিয়ে প্রশ্ন করতে শোনা যায় এক ব্যক্তিকে। কনসাল জেনারেল এব্যাপারে প্রোটোকলের কথা বললেও  তাতে কান দেয়নি বিক্ষোভকারীরা। দেওয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি, শেলফে থাকা একাধিক বই সরিয়ে দেয় তারা। বাদ যায়নি আওয়ামি লিগের প্রতীক পালতোলা নৌকার একটি স্মারকও। গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি নিউ ইয়র্ক প্রশাসন। যদিও কীভাবে বিক্ষোভকারীরা দূতাবাসের ভিতরে ঢুকতে পারল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা