বিদেশ

দুর্বৃত্তদের তাণ্ডব, আগুন হোটেলে তেতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণরক্ষা

নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল সীমান্ত: হোটেল রুম থেকেই শোনা যাচ্ছিল বিক্ষোভকারীদের তাণ্ডব। দরজা বন্ধ করে ভিতরে বসেছিলেন তিনি। আচমকা পোড়া গন্ধ আর লেলিহান শিখার প্রচণ্ড উত্তাপ। বেরবার কোনও পথ নেই। কারণ, আস্ত হোটেল তখন দাউ দাউ করে জ্বলছে। প্রাণে বাঁচতে তিনতলা থেকে সোজা নীচে ঝাঁপ। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন দেখলেন, দু’পায়ে প্লাস্টার। শুয়ে আছেন হাসপাতালের বেডে। তিনি প্রাণে রক্ষা পেলেও ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গিয়েছেন প্রায় ২৫ জন। সোমবার দুপুরের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়েই মঙ্গলবার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরলেন অসমের ৩৪ বছরের শাহিদ আলি। চোখে মুখে তাঁর আতঙ্ক। সঙ্গে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার অকৃত্রিম স্বাদ।
মঙ্গলবার দুপুরে যশোর থেকে অ্যাম্বুলেন্সে করে বেনাপোল সীমান্তে আনা হয় শাহিদকে। পেট্রাপোলের জিরো পয়েন্টে ভারতীয় অ্যাম্বুলেন্সে তাঁকে স্থানান্তর করা হয়। হোটেলে তাঁর দাদাও ছিলেন। তবে, অগ্নিকাণ্ডের সময় তিনি ছিলেন বাইরে। আগুন দেখে ছুটে এসেছিলেন। তাতে কিছুটা অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। এদিন জিরো পয়েন্টে অ্যাম্বুলেন্সে শুয়েই তিনি শোনালেন বেঁচে ফেরার হাড় হিম করা কাহিনি। তিনি বলেন, গোটা হোটেলে আগুন লাগিয়ে দিয়েছিল ওরা। ভাবলাম আর বাঁচব না। ব্যালকনিতে গিয়ে ঝাঁপ দিই। দু’টো পা ভেঙে গিয়েছে। তবে, বেঁচে ফিরছি। এটাই বড় প্রাপ্তি।
সোমবার হামলার সাক্ষী থেকেছেন যশোরের নিশীথ কুমারও। কিন্তু, বাবা অসুস্থ। ফুসফুসে টিউমার। এই আগস্টেই ভেলোরে তাঁর অপারেশন হওয়ার কথা। ওষুধ ফুরিয়ে গিয়েছে বাড়িতে। সেই ওষুধ পাওয়া যায় ভারতেই। তাই পাশের গ্রামে তাণ্ডবকারীদের আগুন লাগিয়ে দিলেও মঙ্গলবার ওই কোনোরকমে পেট্রাপোল সীমান্ত হয়ে ভারতে এলেন তিনি। বললেন, ‘বাবাকে বাঁচাতে হবে। তাই হাতের মুঠোয় প্রাণ নিয়েই ভারতে এলাম’। যশোরের এক আওয়ামি লিগের এক হিন্দু নেতাও এদিন পেট্রাপোল পেরিয়ে ভারতে এসেছেন। সীমান্তে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘সোমবারই হামলা করেছিল। বাড়ির পিছনের বাগানে লুকিয়ে ছিলাম সারারাত। ভোরে হতেই দেশ ছাড়ি।’
আমেদাবাদের মহম্মদ ফয়সল সীমান্তে দাঁড়িয়ে শোনালেন এক অন্য কাহিনি। ৬০ কিমি রিকশ চেপে এসেছেন বেনাপোলে। তারপর ভারতে ঢোকেন। এদিন যাঁরা ভারত থেকে বাংলাদেশে ঢোকেন তাঁদের মুখেও আতঙ্কের ছাপ স্পস্ট। বাংলাদেশে ঢোকার আগে সে-দেশের রঞ্জনকুমার দাস কাঁপতে কাঁপতে বললেন, ‘চিকিৎসার জন্য ভারতে এসেছিলাম। ওরা আমাদের উপর আক্রমণ করছে। সব ভেঙে দিচ্ছে। চিকিৎসা না করিয়েই বাড়ি ফিরছি।’ আবুল বাশার রাশেল নামে বাংলাদেশের এক বাসিন্দাও এদিন গভীর উদ্বেগ নিয়ে দেশে ফেরেন। তিনি বলেন, ভারতে ছিলাম। অশান্তি শুনেই দেশে ফিরছি। জানি না, কী কী ঘটেছে! 
 অ্যাম্বুলেন্সে হাসপাতালের পথে  শাহিদ।- নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা