বিদেশ

ঢাকার বার্তার অপেক্ষায় বাংলাদেশ হাই কমিশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তাল বাংলাদেশ। তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অনেকেই। সবার কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে কী পরিস্থিতি? তা নিয়েও জোর কৌতূহল বেড়েছে মানুষের মধ্যে। কমিশনের বাইরে পুলিসের সংখ্যা বাড়ানো হয়েছে বলে খবর। কমিশনের অফিসের অন্দরে উপস্থিত কর্মী-আধিকারিকরাও যথেষ্ট উদ্বেগে রয়েছেন বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে এখন ঢাকার বার্তার অপেক্ষাতেই রয়েছে বাংলাদেশ হাই কমিশনের অফিস। প্রহর গুনছে পরবর্তী নির্দেশের জন্য। 
সূত্রের খবর, কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে কূটনৈতিক শাখায় রয়েছেন জনা দশেক উচ্চপদস্থ আধিকারিক। এছাড়া বাকি ৬০ জন অন্যান্য স্টাফের মধ্যে অধিকাংশই বাংলাদেশের নাগরিক। ফলে সকলের মধ্যেই চাপা উত্তেজনা কাজ করছে বলেই একটি সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে বিশিষ্ট মহলের বক্তব্য, এটি একটি সরকারি অফিস, কোনও রাজনৈতিক দলের কার্যালয় নয়। ফলে দেশের সরকারের নির্দেশেই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় আধিকারিকদের। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। অস্থির সময় কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কী বার্তা আসে, এখন সেদিকেই তাঁদের নজর থাকবে। ফলে আপাতত সরকার গঠনের অপেক্ষায় তাঁরা। তবে অন্যান্য দিনের মতোই একেবারে স্বাভাবিক ছিল হাই কমিশন অফিস চত্বর।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা