বিদেশ

তাণ্ডব জামাতপন্থীদের, ইস্তফা দিয়েই ভারতে পাড়ি হাসিনার, সেনার নিয়ন্ত্রণে বাংলাদেশ

নয়াদিল্লি ও ঢাকা: মাত্র চারদিনের আন্দোলনেই পতন হল বাংলাদেশ সরকারের। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৭ সালের পর আবারও ওপার বাংলায় ক্ষমতা গেল সেনাবাহিনীর হাতে। সেবার ছিল বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব শেষের অশান্ত পরিস্থিতি। আর এবার কোটা বিরোধী আন্দোলনের জের। সোমবার দুপুরে শেখ হাসিনাকে গদি ছাড়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন সেনাপ্রধান ওয়াকার উজ-জমান—মাত্র ৪৫ মিনিট। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগটুকু পর্যন্ত তাঁকে দেওয়া হয়নি। দুপুরেই বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। সন্ধ্যা ছ’টা নাগাদ তাঁরা এসে নামেন ভারতে। দিল্লির কাছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দু’জনে একঘণ্টা বৈঠকও করেন সেখানকার বায়ুসেনার লাউঞ্জে। যদিও নয়াদিল্লির কাছে রাজনৈতিক আশ্রয় চাননি বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর ছেলে সাজিব ওয়াজিদ জয় লন্ডনে থাকেন। ব্রিটেনের কাছেই রাজনৈতিক আশ্রয় চেয়ে আর্জি জানিয়েছেন হাসিনা। সূত্রের খবর, সেই আর্জি মঞ্জুর হয়েছে। এদিন রাত ১টা নাগাদই দিল্লি থেকে লন্ডনে উড়ে যেতে পারেন বঙ্গবন্ধু-কন্যা। যদিও বেশি রাত পর্যন্ত তাঁর রওনা দেওয়ার নিশ্চিত খবর মেলেনি। এদিকে ব্রিটেনে পা রাখার আগেই অবশ্য হাসিনা-পুত্র জয় এক সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। এত পরিশ্রমের পরও একটি ছোট্ট অংশের বিক্ষোভে তিনি বীতশ্রদ্ধ। রবিবার থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন। এদিন নিরাপত্তার স্বার্থে দেশত্যাগ করেছেন। চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার ছ’মাসের মধ্যেই। সব মিলিয়ে স্বাধীন বাংলাদেশের এক অধ্যায়ের সমাপ্তি হল এদিন।
বিকেলে সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসব। অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। যত দাবি আছে, সেগুলো আমরা পূরণ করব। প্রতিটি হত্যার বিচার হবে।’ বিএনপি-জামাত সহ একাধিক বিরোধীদলের সঙ্গে বৈঠকও করেনি তিনি। যদিও সেখানে আওয়ামি লিগের কেউ উপস্থিত ছিল না। রাতে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন ঘোষণা করেছেন, সংসদ ভেঙে দেওয়া হল। অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে। দেশের সম্পদ রক্ষায় সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হল। মঙ্গলবার সকাল থেকে কার্ফু উঠে যাবে। আর বিএনপি প্রধান খালেদা জিয়াকে অবিলম্বে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হচ্ছে। অবশ্য বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন। গত একমাসে গ্রেপ্তার হওয়া সব আন্দোলনকারীকে মুক্তি দেওয়া, নিহত ও আহতদের পরিবারকে সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে রবিবার উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। ১৩ পুলিস কর্মী সহ মৃত্যু হয়েছিল ৯৭ জনের। সংবাদ সংস্থা এএফপি জানায়, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে। তারপরেই সোমবার ‘মার্চ টু ঢাকা’ নামে অসহযোগ কর্মসূচির ডাক দেওয়া হয়। জবাবে রাতেই তিনদিন ছুটি ঘোষণা করে সরকার। সকাল ১০-১১টার মধ্যে হাজার হাজার আন্দোলনকারী মিছিল করে এগিয়ে আসে উত্তরা, রাজলক্ষ্মী, বনশ্রীর দিকে। দুপুরের আগেই বাংলাদেশে ইন্টারনেট বন্ধের খবর আসে। দুপুরে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। প্রথমে পুলিস-সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও, পরে তা বন্ধ হয়ে যায়। এর মাঝেই হাসিনার পদত্যাগের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গণভবনের দিকে দৌড়য় উত্তেজিত জনতা। এদিনও অন্তত ১৩৫ জনের মৃত্যুর খবর মিলেছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা