বিদেশ

হানিয়া হত্যার নেপথ্যে মোসাদের দুই ইরানি এজেন্ট, দাবি রিপোর্টে

নয়াদিল্লি: বুধবার তেহরানে খুন হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এবার এই খুনের ঘটনা ঘিরে ইরান ও ইজরায়েলের সংঘাত আরও তীব্র হয়েছে।  ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সুরক্ষিত গেস্ট হাউসে কীভাবে ঢুকতে পারলো আততায়ীরা, তা নিয়ে জল্পনার শেষ নেই। এরইমধ্যে এব্যাপারে চাঞ্চল্যকর দাবি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, দুই ইরানি এজেন্টকেই হানিয়াকে খুনের দায়িত্ব দিয়েছিল ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। তারাই সুকৌশলে গেস্ট হাউসের তিনটি ঘরে বোমা রেখে এসেছিল। সূত্র উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই দুই এজেন্ট ইরানের নিরাপত্তা বাহিনী আনসার-আল-মাহদির কর্মী। সেদেশের উচ্চপদস্থ আধিকারিকদের নিরাপত্তার দায়িত্বে থাকে এই বাহিনী। এদিকে শনিবার ইরান দাবি করেছে, স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র হামলায় হানিয়ার মৃত্যু হয়েছে। এবিষয় বিবৃতি দিয়ে আইআরজিসি জানিয়েছে, ‘গেস্ট হাউসের বাইরে থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে হানিয়ার মৃত্যু হয়েছে। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন ছিল প্রায় সাত কেজি।’ 
রিপোর্ট অনুযায়ী, মে মাসেই হানিয়াকে খুনের চেষ্টা চালিয়েছিল মোসাদ। সেই সময় ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্যের জন্য তেহরানে গিয়েছিলেন হামাস প্রধান। কিন্তু সেখানে ভিড় থাকায় কোনওরকম ঝুঁকি নেয়নি ইজরায়েলের গুপ্তচর সংস্থা। এরপরেই দুই ইরানি এজেন্টকে নিযুক্ত করে মোসাদ। ফের তেহরানে এলে হানিয়া কোথায় থাকতে পারেন সেব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। সেইমতো উত্তর তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গেস্টহাউসের তিনটি ঘরে আগে থেকেই রাখা হয়েছিল বোমা। ইরানের নয়া প্রেসিডেন্টের শপথগ্রহণে এসে সেখানেই উঠেছিলেন হানিয়া। নামপ্রকাশে অনিচ্ছুক ইরানের দুই আধিকারিক জানান, সিসি ক্যামেরার ফুটেজে পুরোটাই ধরা পড়েছে। সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে গেস্টহাউসের বিভিন্ন ঘরে যাওয়া-আসা করতে দেখা গিয়েছে ওই দুই এজেন্টকে। কাজ সেরে নির্বিঘ্নে ইরান ছেড়ে চলে যায় তারা। বুধবার ভোররাতে হানিয়ার ঘরে বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় নিহত হন হামাস প্রধান।  অর্থাৎ সর্ষের মধ্যেই লুকিয়েছিল ভূত।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা