বিদেশ

বাংলাদেশে নতুন করে ছড়াচ্ছে হিংসা, মৃত ২

ঢাকা ও নয়াদিল্লি: অশান্তি অব্যাহত বাংলাদেশে। শুক্রবারও দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে পুলিস ও পড়ুয়া। সিলেট, খুলনা, রাজধানী ঢাকার মতো দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ মিছিলে পুলিস হামলা চালিয়েছে বলে অভিযোগ। পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেও ইট ছোড়া, পুলিসকর্মীদের মারধরের অভিযোগ তোলা হয়েছে। হবিগঞ্জ জেলায় পুলিস ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মোস্তাক মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। খুলনায় প্রাণ হারিয়েছেন পুলিস কর্মী সুমনকুমার ঘরামি। এরমধ্যে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে রাষ্ট্রসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তারা জানিয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক হিংসা অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অনেকেই গুরুতর জখম। বেশকিছু নাবালককে গ্রেপ্তারও করেছে পুলিস। শুক্রবার আন্দোলনকারীরা জানিয়েছেন, সিলেটে ছাত্রদের সংরক্ষণবিরোধী মিছিল ঠেকাতে পুলিস সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল, শটগান ব্যবহার করেছে। তাতে অন্তত ২০ জন জখম হয়েছেন। পুলিস আটজনকে গ্রেপ্তার করেছে। হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। 
 এদিন খুলনাতেও আন্দোলনকারীদের মিছিল লক্ষ্য করে পুলিস কাঁদানে গ্যাস ছুড়েছে বলে অভিযোগ। পাল্টা বাহিনীর দিকে ইট ছোড়ার অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তেও সকাল থেকে পড়ুয়া, চাকরিজীবী, শিল্পী, চিকিত্সকেরা বিক্ষোভে অংশ নিয়েছেন। সকাল ১০টা নাগাদ রাজাউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন পড়ুয়া, শিক্ষক-অধ্যাপক ও অভিভাবকেরা। সংরক্ষণ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে মৃত পড়ুয়াদের বিচারের দাবিতে সোচ্চার হন তাঁরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ মোড় অবরোধ করেন একদল আন্দোলনকারী। ঢাকার ইসিবি চত্বর, রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারেও  বিক্ষোভ হয়েছে। তাতে সমাজের বিভিন্ন স্তর, জীবিকার মানুষ অংশ নিয়েছিলেন। এদিন সকালে কয়েকশো শিল্পী, সাধারণ মানুষ ধানমান্ডি আবাহনী মাঠের সামনে জড়ো হয়েছিলেন। তাঁদের দাবি, ‘আন্দোলনে যোগ দিয়ে কয়েকশো মানুষে মৃত্যু হয়েছে। তাঁদের প্রকৃত সংখ্যা জানাতে হবে। প্রশাসন তা জানাচ্ছে না। রাষ্ট্রসঙ্ঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার হোক। এত নিরাপরাধ মানুষের মৃত্যু দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে।’ চট্টগ্রামের লক্ষ্মীপুরে বন্দুক নিয়ে আন্দোলনকারীদের তাড়া করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। এরমধ্যে হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ঢাকা থেকে ধৃত ৪১ জন উচ্চমাধ্যমিক পড়ুয়া জামিন পেয়েছেন। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা