বিদেশ

সাউথপোর্ট হামলা: ধৃত নাবালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের

লন্ডন: ব্রিটেনের সাউথপোর্টে ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে পুলিস। সোমবারের এই হামলায় মৃত্যু হয়েছে তিন নাবালিকার। গুরুতর আহত ১০। এবার ধৃতের বিরুদ্ধে দায়ের করা হল খুন এবং খুনের চেষ্টার অভিযোগ। বৃহস্পতিবার একথা জানিয়েছে ব্রিটেনের মার্সিসাইড পুলিস। তারা জানিয়েছে, প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। সাউথপোর্টের কমিউনিটি সেন্টারে টেলর সুইফ্টের গানের থিম নিয়ে শিশুদের নাচের কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানেই ছুরি হাতে হামলা চালিয়েছিল ধৃত নাবালক। মার্সিসাইড পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে তিনজনকে খুন এবং ১০ জনকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সোমবারের এই হামলাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল সাউথপোর্ট সহ ব্রিটেনের একাধিক অঞ্চল। কট্টর ডানপন্থী বিক্ষোভকারীদের রোষের হাত থেকে রক্ষা পায়নি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। বুধবার বিকেলে ১০ ডাউনিং স্ট্রিটের কাছে প্রতিবাদে শামিল হয় ক্ষুব্ধ জনতা। প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ছোড়া হয় বিয়ারের ক্যান। ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন একই ঘটনার সাক্ষী ছিল উত্তর-পূর্ব ব্রিটেনের হার্টলপুল। সেখানেও বিক্ষোভ দেখান কট্টর ডানপন্থী সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, আততায়ী একজন শরণার্থী। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ব্রিটেনের প্রশাসন। 
এখানেই শেষ নয়। মঙ্গলবার শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেই সাউথপোর্টের একটি মসজিদের বাইরে পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিসকে লক্ষ্য করে ইট এবং বোতল ছোড়ে ক্ষুব্ধ জনতা। গাড়িতে আগুন ধরানোর পাশাপাশি একটি দোকান লুট করে বিক্ষোভকারীরা। ঘটনায় ৫০ জনের বেশি পুলিসকর্মী আহত হয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মার্সিসাইড পুলিস। জানা গিয়েছে, বিক্ষোভকারীরা কট্টর ডানপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের সদস্য। 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা