বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

জুলাইতেই হামলায় খতম হামাসের সামরিক প্রধান, জানাল ইজরায়েল

জেরুজালেম ও তেহরান: হামাস প্রধান হানিয়ার হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই ওই সংগঠনের সামরিক বাহিনীর প্রধানের নিহত হওয়ার খবর প্রকাশ্যে আনল ইজরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি আকাশপথে হামলাতেই মৃত্যু হয়েছিল হামাসের সামরিক শাখার প্রধান মহম্মদ দেইফের। ‘গাজার ওসামা বিন লাদেন’ হিসেবে পরিচিত দেইফের মৃত্যু নিয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ‘গাজায় সামরিক শক্তি হিসেবে হামাসকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ১৩ জুলাই গাজার খান ইউনিসের কাছে একটি কম্পাউন্ডে হামলা চালিয়েছিল ইজরায়েল বাহিনী। ঘটনায় ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ছিলেন বহু বাস্তুহারা সাধারণ মানুষ। তালিকায় দেইফ ছিলেন কি না, সেবিষয় তখন নিশ্চিতভাবে কিছুই জানায়নি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস বাহিনী। ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হাজারের বেশি মানুষ। ওই অভিযানের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ওই দেইফ। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই কুখ্যাত নেতা। তাঁর নেতৃত্বে কয়েক দশক ধরে ইজরায়েলের বাস এবং কাফেগুলিতে একাধিক আত্মঘাতী বিস্ফোরণ চালিয়েছিল কাসাম ব্রিগেডস।
এদিকে, জানা গিয়েছে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির সঙ্গে একই মঞ্চে ছিলেন হামাস প্রধান হানিয়া। ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন তাঁরা। উপস্থিত ছিলেন অন্যান্য দেশের নেতারা। ইতিমধ্যে এক্স হ্যান্ডলে অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন গাদকারি। সেখানে দেখা যাচ্ছে, হামাস প্রধানের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 
এরই মধ্যে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান। বুধবার সকালে নিরাপত্তা পরিষদের আপৎকালীন বৈঠকে এই নির্দেশ দেন ইরানের অন্যতম নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এক রিপোর্টে এমনটাই দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস।জানা গিয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়ার খুনের প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ। 
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা