বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

তেহেরানে খুন হামাস প্রধান, প্রতিশোধের হুমকি ইরানের

নয়াদিল্লি ও তেহরান: ইজরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই খুন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানে নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন তিনি। ছিলেন প্রাক্তন সেনাকর্মী-আধিকারিকদের জন্য তৈরি ‘সেফ হাউসে’। বুধবার সকালে সেখানেই খুন হন তিনি। হানিয়াকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি একাংশের। আবার বিমান বা ক্ষেপণাস্ত্র হানার ফলেই মৃত্যু হয়েছে বলেও দাবি বিভিন্ন মহলের। তবে কে বা কারা, কীভাবে হানিয়াকে হত্যা করল—তা নিয়ে তরজা অব্যাহত। কারণ, হামাস প্রধানের হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইজরায়েলকেই দায়ী করেছে হামাস ও ইরানের রেভিউলুশনারি গার্ড। তবে ইরানের মাটিতে হানিয়ার মৃত্যু হওয়ায় ইজরায়েলকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেইনি। তিনি জানিয়েছেন, নিজেদের জন্য কড়া শাস্তির পথ তৈরি করেছে ইজরায়েল। এখন তেহেরানের দায়িত্ব হল হামাস নেতার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। বুধবারই এনিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন তিনি। বদলার হুঁশিয়ারি দিয়েছে হামাসও। এদিন সন্ধ্যা পর্যন্ত অবশ্য নেতানিয়াহুর দেশ হানিয়া-খুনের দায় নেয়নি। ইজরায়েলি সেনা জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। সূত্রের খবর, স্থানীয় সময় বিকেল চারটের সময় শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্যে ইরান ও হামাসের হুমকির পরিপ্রেক্ষিতে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট জানিয়েছেন, আমরা যুদ্ধের পক্ষে নই। কিন্তু, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রয়েছি। ইজরায়েল-হামাস যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছিল কাতার, মিশর। হানিয়ার হত্যার ঘটনার কড়া নিন্দা করেছে তারা। জানিয়েছে, এই ধরনের হত্যার ঘটনা সংঘর্ষকে আরও বিপজ্জনক দিতে নিয়ে যাবে। এই পরিস্থিতির জন্য মিশর সরাসরি ইজরায়েলকে কাঠগড়ায় তুলেছে। উত্তেজনা কমাতে নেতানিয়াহুর দেশের সদিচ্ছা নেই বলে অভিযোগ তাদের। হামাস নেতা খুনের নিন্দা করেছে চীন, রাশিয়া ও তুরস্ক।
তথ্যাভিজ্ঞ মহলের মতে, ইজরায়েল অধিকৃত গোলান হাইটসে হামলার বদলা নিতেই শীর্ষস্থানীয় হিজবুল্লা কমান্ডারকে হত্যা করেছে নেতানিয়াহুর দেশ। অতীতে হানিয়ার পরিবারের ৬০ জন সদস্যকে হত্যার অভিযোগ উঠেছিল ইজরায়েলের সেনার বিরুদ্ধে। তবে বুধবার সকালে হানিয়াকে কীভাবে হত্যা করা হয়েছে, তা নিয়ে মতান্তর রয়েছে। হামাস জানিয়েছে, সংগঠনের প্রধানকে বাড়িতে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। হামাসের অন্য একটি অংশের দাবি, ইজরায়েলের বিমান বা ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারিয়েছেন তিনি।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা