বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

সাউথপোর্টে ছুরি হামলা একাধিক শিশু সহ জখম ৮

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ইংল্যান্ডে ফের ছুরি হামলা। এবার ঘটনাস্থল উত্তরেরর বন্দর শহর সাউথপোর্ট। সোমবারের হামলায় জখম হয়েছেন অন্তত আট জন। এর মধ্যে শিশুরাও আছে। আক্রান্তদের পরিচয় এখনও জানা যায়নি।
এটিকে একটি বড় হামলার ঘটনা বলে ব্যখ্যা করেছে মার্সিসাইড পুলিস।
গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এক বাসিন্দা এটিকে ‘হরর মুভি’র সঙ্গে তুলনা করেছেন।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করেছে একটি ছুরি। ওই এলাকা এড়িয়ে চলার আর্জি জানানো হয়েছে সাধারণ মানুষকে। নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ছুরিবিদ্ধ আটজনকে উদ্ধার করেছে তারা। জখম ব্যক্তিদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে শিশু হাসপাতালেও।
এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে অ্যাল্ডার হে চিল্ডেনস হাসপাতালেও। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সন্তানদের হাসপাতালে না আনার জন্য অভিভাবকদের আবেদন করেছে কর্তৃপক্ষ। এদিন স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিট নাগাদ হার্ট স্ট্রিটের কাছে ছুরি হামলার খবর পেয়ে পৌঁছে যায় কমপক্ষে ১৩টি অ্যাম্বুলেন্স। এছাড়া উপস্থিত ছিলেন হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম, এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসকরা। এদিনের ঘটনাকে ‘ভয়ঙ্কর ও মর্মান্তিক’ আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রিয়ার স্টার্মার। তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পুলিস ও ইমার্জেন্সি সার্ভিসকে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তাঁর কাছে যা যা খবর আসবে তা তিনি জানাতে থাকবেন। সমবেদনা জানিয়েছেন আক্রান্তদের প্রতি। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার কমন্স সভায় জানিয়েছেন যে, পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। যে যে খবর সামনে আসবে তা সভা ও সাধারণ মানুষকে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন তিনিও।
হার্ট স্ট্রিটে গাড়ি মেরামতের দোকান আছে কলিন প্যারি নামে এক ব্যক্তির। ঘটনার ব্যখ্যা করতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মায়েরা এখানে ওখানে দৌড়দৌড়ি করছিলেন। আতঙ্কে তাঁরা চিৎকার করছিলেন। সবটাই যেন একটা ভয়েরর সিনেমার দৃশ্যের মতো। আমেরিকায় এমন ঘটনা ঘটে। কিন্তু সাউথ পোর্ট এমন ঘটনা কোনওদিন দেখেনি।’
এই দেখে স্থানীয়দের সতর্ক করেন স্থানীয় এক মহিলা। ঘরের জানলা-দরজা বন্ধ করে দিতে বলেন। এর পরে আকাশে হেলিকপ্টার চক্কর কাটতে দেখা যায় বলে জানান তিনি। ততক্ষণে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে পড়েছে হামলার কথা। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমরা আতঙ্কিত। কীভাবে কী যে হল, কিছু বুঝতে পারছি না।’
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা