বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বাংলাদেশে ফের আন্দোলনের ডাক পড়ুয়াদের

ঢাকা (পিটিআই): রাজপথে টহল দিচ্ছে সেনা ও আধাসেনা বাহিনী। প্রত্যেকের পরনে সংঘর্ষ মোকাবিলার জন্য বিশেষ পোশাক। কান পাতলে শুধুই ভারী বুটের শব্দ। আকাশে ঘুরপাক খাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টার। নিরাপত্তার চাদরে মুড়েছে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। নতুন করে আন্দোলনের আঁচ ছড়াচ্ছে বাংলাদেশে। বাড়ছে উত্তাপ। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। এক পুলিস আধিকারিক জানিয়েছেন, নতুন করে হিংসার ঘটনা রুখতেই সতর্কতামূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হিংসার ঘটনায় সরকারিভাবে ২০৮ জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে। এই ঘটনায় আজ, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালিত হবে বাংলাদেশে।
কেন এই নিরাপত্তার কড়াকড়ি? সূত্রের খবর, রবিবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেশের কয়েকটি ছাত্র সংগঠনের মোট ছ’জন সমন্বয়কারী। সরকার কোটা নিয়ে যাবতীয় দাবি মেনে নিয়েছে বলে আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন তাঁরা। এক ভিডিও বার্তায় অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে আমাদের প্রধান দাবি মেনে নেওয়া হয়েছে।’ এর পরেই সোমবার সমন্বয়কারীদের মধ্যে কয়েকজন নতুন করে আন্দোলনের ডাক দেন। তা থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দেশজুড়ে। ঢাকার মীরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা। সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিস। ইসিবি চত্বর থেকে একদল বিক্ষোভকারীকে পুলিস লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ। চট্টগ্রামের চেরাগী মোড়ে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে বলে খবর। অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে ছাত্রলীগের সমর্থকদের সংঘর্ষের খবর মিলেছে। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, সোমবার দুপুরে ছাত্রলীগের সমর্থকরা লাঠি, রড নিয়ে হামলা চালায়। এই ঘটনায় প্রায় ১৫ জন জখম হয়েছেন বলে অভিযোগ। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে ছাত্রলীগ নেতৃত্ব।  ফাইল চিত্র
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা