বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

জনগণনার রিপোর্ট প্রকাশ পাকিস্তানে, হিন্দুদের সংখ্যা বাড়ল তিন লক্ষ

ইসলামাবাদ: পাকিস্তানে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পেল। ২০১৭ সালে পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল ৩৫ লক্ষ। আর ২০২৩ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লক্ষে। হিন্দুরাই এখন পাকিস্তানে বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। গত বছর পাকিস্তানে জনগণনা হয়েছিল। বৃহস্পতিবার ‘পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস’-এর তথ্য প্রকাশ করেছে পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স। জনগণনা অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১৫ লক্ষ।  ২০১৭ সালের তুলনায় মোট জনসংখ্যা বেড়েছে ২.৫৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, এই হার বজায় থাকলে ২০৫০ সালে পাকিস্তানের জনসংখ্যা দ্বিগুণ হবে। ২০১৭ সালে মোট জনসংখ্যার ৯৬.৪৭ শতাংশই ছিল মুসলিম ধর্মাবলম্বী। নতুন জনগণনা অনুযায়ী সেই হার কমে হয়েছে ৯৬.৩৫ শতাংশ। 
জনগণনার রিপোর্টে দেখা যাচ্ছে, মুসলিম প্রধান এই দেশে সব সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যাই বেড়েছে। তবে মোট জনসংখ্যার নিরিখে শতকার হারে এই ছবি কিছুটা আলাদা। যেমন হিন্দুদের সংখ্যা বাড়লেও শতকরা হারে তা মোট জনসংখ্যার ১.৬১ শতাংশ। ২০১৭ সালে এই হার ছিল ১.৭৩ শতাংশ। অন্যদিকে, খ্রিস্টানের সংখ্যা ২৬ লক্ষ থেকে বেড়ে ৩৩ লক্ষ হয়েছে। একই সঙ্গে শতকরা হারে খ্রিস্টানদের সংখ্যা ১.২৭ শতাংশ থেকে বেড়ে ১.৩৭ শতাংশ হয়েছে। তবে আহমাদিদের জনসংখ্যা ২৯ হাজারেরও বেশি কমে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার। অন্যদিকে, পাকিস্তানে শিখ ও পার্সি সম্প্রদায়ের জনসংখ্যা যথাক্রমে ১৫ হাজার ৯৯৮ ও ২ হাজার ৩৪৮।  জনগণনার রিপোর্ট অনুযায়ী, পুরুষদের সংখ্যা ১২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার। আর মহিলাদের সংখ্যা ১১ কোটি ৭ লক্ষ ১৫ হাজার। ২০ হাজার ৩৩১ জন রূপান্তরকামীকেও জনগণনায় নথিভূক্ত করা হয়েছে। মোট জনসংখ্যার ৬৭ শতাংশের বয়স ৩০ বছরের নীচে ও ৮০ শতাংশের বয়স ৪০ বছরের নীচে।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা