বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

জ্বলছে বাংলাদেশ! পুলিস-র‌্যাবের সঙ্গে সংঘর্ষে মৃত ১৩ আন্দোলনকারী, জখম বহু

ঢাকা, ১৮ জুলাই: কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আজ, বৃহস্পতিবার ভারতের পড়শি দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে আন্দোলনকারীরা। যার প্রভাব এদিন সকাল থেকেই পড়তে শুরু করেছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখছেন না বাংলাদেশের নাগরিকরা। দিকে দিকে পুলিস, র‌্যাবের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধছে আন্দোলনকারীদের। সূত্রের খবর, আজ সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের জেরে গোটা বাংলাদেশে বহু আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ঢাকায় ছ’জন, মাদারীপুরে একজন, উত্তরা-বাড্ডায় চারজন, বাড্ডা-রামপুরায় দু’জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। জখম হয়েছেন বহু মানুষ। হাসপাতালে হু হু করে বাড়ছে জখম হওয়া আন্দোলনকারীদের সংখ্যা। এই আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে বলে গতকাল, বুধবারই দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘাতের বিচারবিভাগীয় তদন্তের ঘোষণাও করেন হাসিনা। পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করতেও অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায়বিচারই পাবে, তাঁদের হতাশ হতে হবে না। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি। যারা হত্যাকাণ্ড ও লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সেই ব্যবস্থা শীঘ্রই নেওয়া হবে।’ অপরদিকে, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। আজ, বৃহস্পতিবার বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে একটি নির্দেশিকাও জারি করেছে নয়াদিল্লি। বাড়ির বাইরে না বের হতে কেন্দ্রের তরফে ভারতীয়দের একটি নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক হেল্পলাইন নম্বরও চালু করেছে নয়াদিল্লি। হেল্পলাইন নম্বরগুলি হল, ভারতীয় হাই কমিশন, ঢাকা ৮৮০ ১৯৩৭৪০০৫৯১। সহকারী হাই কমিশন, চট্টগ্রাম ৮৮০ ১৮১৪৬৫৪৭৯৭/৮৮০ ১৮১৪৬৫৪৭৯৯। সহকারী হাই কমিশন, রাজশাহী ৮৮০ ১৭৮৮১৪৮৬৯৬। সহকারী হাই কমিশন, সিলেট ৮৮০ ১৩১৩০৭৬৪১১। সহকারী হাই কমিশন, খুলনা ৮৮০ ১৮১২৮১৭৭৯৯। সমস্ত নম্বরগুলি হোয়াটসঅ্যাপেও উপলব্ধ বলে জানা গিয়েছে।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা