বিদেশ

এস-৩০০ এয়ার ডিফেন্স ভেদ করে ইরানে হামলা চালায় ইজরায়েল: রিপোর্ট
 

তেহরান: ইরানের হামলার প্রত্যাঘাত করেছে ইজরায়েল। কাজ করেনি আকাশ পথে তেহরানের প্রতিরক্ষা বর্ম। ফলে বেআব্রু হয়ে গিয়েছে ইরানের গর্বের এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। এমনটাই দাবি পশ্চিমী সংবাদমাধ্যমের। ১৮ এপ্রিল ইরানের ইসফাহান প্রদেশে এই হামলা চালানো হয়। ইসফাহান প্রদেশেই রয়েছে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র। সেখানেই  ইজরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সংবাদমাধ্যমের দাবি। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই হামলা নিয়ে উচ্চবাচ্য করেনি ইরান। ইজরায়েল আবার হামলার দাবিকে সমর্থন বা খারিজ করেনি।   
গাজা ভূখণ্ডে হামলার মাঝেই সিরিয়ার দামাস্কাসের দূতাবাসে আছড়ে পড়ে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। তাতে মৃত্যু হয় ইরানি সেনা কমান্ডার সহ ১৩ জনের। সেই হামলার প্রতিশোধ নিতে ইজরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এরপরেই তেহরান ঘোষণা করে তাদের ‘মিশন সম্পূর্ণ’। ওই হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে প্রতিহত হয়েছে দাবি করেও ইজরায়েল ইরানে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল । দ্য নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসির দাবি, কথা রেখেছে ইজরায়েল। প্রমাণ হিসেবে তারা ইসফাহান প্রদেশের উপগ্রহ চিত্র তুলে ধরেছে। ১৫ এপ্রিলের ছবিতে দেখা যাচ্ছে, ইসফাহান আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর-পূর্ব দিকে রয়েছে রাশিয়ার দেওয়া এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম। ১৯ এপ্রিল গুগল আর্থের ছবিতে দেখা যাচ্ছে, শুনশান পুরো এলাকা। এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের কোনও চিহ্ন নেই। 
অনেক টালবাহানার পরে ২০১৬ সালে ইরানকে এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তি সরবরাহ করে। এতে রয়েছে রেডার, ভূমি থেকে আকাশে আক্রমণ হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ অন্যান্য সরঞ্জাম। বিবিসি দাবি করেছে, এই প্রতিরক্ষা বর্ম ভেদ করে ইরানে আঘাত হেনেছে ইজরায়েল। ইরানের দুই আধিকারিককে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ১৮ এপ্রিল ইজরায়েলের হামলার কথা টেরই পায়নি তারা। তাই ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করেনি।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা